পোপের বার্তা, ঈশ্বর নিকৃষ্টদেরও সমান ভালোবাসেন
২৫ ডিসেম্বর ২০১৯বড়দিনের ঠিক আগে প্রার্থণাসভায় পোপ ফ্রান্সিস বলেন, ''ক্রিসমাস আমাদের এই কথাটাই স্মরণ করায়, ঈশ্বর আমাদের সকলকেই ভালোবাসেন, এমনকী যারা নিকৃষ্ট, তাঁদের প্রতিও তাঁর ভালোবাসা সমানভাবে থাকে৷''
ভ্যাটিকান সিটিতে মঙ্গলবার গভীর রাতের প্রার্থনাসভায় পোপ ফ্রান্সিস বললেন, ''আপনাদের মনে ভুল ধারণা থাকতে পারে, আপনারা হয়ত কোনও জিনিস একেবারে বিশৃঙ্খল করে রেখে দিয়েছেন, তা সত্ত্বেও প্রভু আপনাদের ভালোবাসবেন৷ আপনারা হয়ত প্রায়শই ভাবেন, আমরা ভালো হলে ঈশ্বর ভালো, আমরা খারাপ হলে তিনি আমাদের শাস্তি দেন৷ কিন্তু এটা তাঁর স্বরূপ নয়৷''
পোপ এ কথাও বলেছেন, ''আমাদের জীবনে যা ভুল হয়েছে, চার্চে যে বিষয়গুলি কাজ করেনি, বিশ্বের সামনে যে সমস্যা রয়েছে, তাকে অছিলা হিসাবে দেখানো যাবে না৷ যীশুর মুখোমুখি হয়ে, অফুরান ভালোবাসার সামনে দাঁড়িয়ে কোনও অজুহাত চলে না৷''
বিশ্বের ১৩০ কোটি রোমান ক্যাথলিকের নেতা হলেন পোপ৷ কিন্তু তিনিও এখন কিছুটা কঠিন সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছেন৷ ভ্যাটিকানে বেশ কিছু কেলেঙ্কারির অভিযোগ উঠেছে৷ পোপও কিছু ব্যবস্থা নিয়েছেন৷ তিনি ধর্মযাজকদের গোপনীয়তার অধিকার বন্ধ করে দিয়েছেন৷ ফলে যৌন শোষন বা কেলেঙ্কারির অভিযোগ এলে ক্যাথলিক ধর্মযাজকদের বিরুদ্ধে তদন্ত করতে ও ব্যবস্থা নিতে পুলিশের আর কোনও বাধা থাকছে না৷ তাই মনে করা হচ্ছে, পোপ কারও নাম করেননি ঠিকই, কিন্তু তাঁর ইঙ্গিতটা স্পষ্ট৷
এ বার তঁর বড়দিনের বার্তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব৷
জিএইচ/এসজি(রয়টার্স, এপি)