1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক খাতে শ্রমিক ছাঁটাই হতে পারে: রুবানা হক

৪ জুন ২০২০

কার্যাদেশ কমায় বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে সক্ষমতার মাত্র ৫৫ শতাংশ কাজ করতে পারছে৷ এমন অবস্থা চলতে থাকলে কর্মী ছাঁটাইয়ের পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক৷

https://p.dw.com/p/3dGlR
রুবানা হক, বিজিএমইএ সভাপতি
ছবি: DW/S. Hossain

বৃহস্পতিবার পোশাক শ্রমিকদের জন্য করোনা ভাইরাস টেস্টিং ল্যাবের উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করেন তিনি৷ সেখানে এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি তার এই মূল্যায়ন তুলে ধরেন বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

তিনি জানান, বিজিএমইএ-র নিবন্ধিত ২২৭৪টি কারখানার মধ্যে ১৯২৬টি চালু আছে৷ ‘‘অনেকে ছাঁটাই নিয়ে প্রশ্ন করছেন৷ ছাঁটাই কিন্তু পহেলা জুন থেকে হবে আসলে৷ এটা একটা অনাকাঙ্খিত বাস্তবতা৷ কিন্তু এই মুহূর্তে কিচ্ছু করার নেই৷ কারণ, শতকরা ৫৫ ভাগ সক্ষমতায় কারখানাগুলো চললে আমাদের পক্ষে ছাঁটাই ছাড়া আর কোনো উপায় থাকবে না,’’ বলেন রুবানা হক৷ তবে পরিস্থিতি ভালোর দিকে গেলে সেই শ্রমিকরা (ছাঁটাই হওয়া) অগ্রাধিকার পাবেন বলেও আশ্বাস দেন তিনি৷

তবে ছাঁটাই প্রসঙ্গে পরবর্তীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রুবানা হক বলেন, ‘‘জুনের মধ্যে ছাঁটাই হবে এমন ঘোষণা আমি দেইনি৷ এ ধরনের শিরোনাম পোশাকখাতে উসকানির একটি চেষ্টা৷ আমি বলেছি, পোশাকখাতে সামগ্রিকভাবে অর্ডার কমে গিয়ে সক্ষমতার ৫৫ শতাংশ কাজ করে চলছে জুন মাসে৷ এর ফলে ছাঁটাইয়ের মতো ঘটনা ঘটতে পারে৷’’

এফএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২১ মের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য