1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রার্থী জনপ্রিয় তাই ‘রিস্ক’ নেয়নি সরকার?

২৩ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আশা জাগিয়েছে৷ আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন৷ নির্বাচনে কারচুপি, ভোটকেন্দ্র দখল বা প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া যায়নি৷

https://p.dw.com/p/2UnTV
সেলিনা হায়াৎ আইভী
ছবি: bdnews24.com

নারায়ণগঞ্জের এই নির্বাচন কাছ থেকে দেখেছেন স্থানীয় সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ৷ তিনি ডয়চে ভেলেকে জানান, ‘‘এবারের নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে৷ প্রার্থীরাও কোনো ঝামেলা না করে যার যার পক্ষে ভোটারদের টানার চেষ্টা করেছেন৷ আর নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার চেষ্টা করেছে৷ একটি ভালো নির্বাচনের জন্য সব পক্ষই কাজ করেছে৷ ফলে বলতে পারি একটি মডেল নির্বাচন হয়েছে৷’’

হতে পারে আইভী জনপ্রিয়, তাই নির্বাচনে প্রভাব বিস্তারের প্রয়োজন পড়েনি: হাফিজ

তিনি আরো বলেন, ‘‘আওয়ামী লীগের প্রার্থী বরং আতঙ্কে ছিলেন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ শামীম ওসমানকে নিয়ে৷ তিনি সব সময় সতর্ক থেকেছেন যাতে শামীম ওসমান কোনো ঘটনা ঘটিয়ে তাঁর ইমেজ ক্ষুণ্ণ না করেন৷ ওদ্কে বিএনপি প্রার্থীও ছিলেন ‘ক্লিন ইমেজের’৷ তিনিও চাননি কোনো অনৈতিক পন্থা অবলম্বন করতে৷’’

প্রশ্ন ছিল, তাহলে সরকার কেন অতীতের অভিজ্ঞতার বাইরে গেল? জবাবে সবুজ বলেন, ‘‘সরকারদলীয় প্রার্থী যেখানে জনপ্রিয়, সেখানে তো আর প্রভাব বিস্তারের প্রয়োজন পড়ে না৷ সরকার কেন অযথাই দুর্নামের ভাগিদার হবে?’’

প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে: সবুজ

একই ধরনের কথা ডয়চে ভেলেকে বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান৷ তিনি বলেন,‘‘হতে পারে আইভী জনপ্রিয়, তাই সরকারের নির্বাচনে প্রভাব বিস্তারের প্রয়োজন পড়েনি৷ সরকারের প্রার্থী অজনপ্রিয় হলে কী পরিস্থিতির সৃষ্টি হতো, তা কিন্তু বলা যাচ্ছে না৷’’

তিনি বলেন, ‘‘তবে এটা স্পষ্ট যে নারায়ণগঞ্জে সবপক্ষের ইতিবাচক ভূমিকার কারণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়েছে, যা আমাদের আশাবাদী করে৷ আমরা বুঝতে পেরেছি সবপক্ষ চাইলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব৷’’

জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের প্রধান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ডয়চে ভেলেকে বলেন,‘‘নারায়ণগঞ্জের নির্বাচন পরবর্তী জাতীয় নির্বাচনের মডেল হতে পারে৷ এই নির্বাচনে সবপক্ষের অংশগ্রহণ যেমন ছিল, তেমনি সবপক্ষ দায়িত্বশীলতার পরিচয়ও দিয়েছে৷ যে যার ভূমিকা সঠিকভাবে পালন করায় নির্বাচন অবাধ এবং গ্রহণযোগ্য হয়েছে৷’’

নারায়ণগঞ্জের নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে: কলিমুল্লাহ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কার ভূমিকা প্রধান? এমন প্রশ্নের জবাবে তিনজনই বলেন, ‘‘সরকারের৷ সরকার চাইলে ভালো নির্বাচন সম্ভব৷ কারণ শুধু নির্বাচন কমিশনের একক আন্তরিকতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷ তাই আগে চাইতে হবে সরকারকে৷ নারায়ণগঞ্জেও সরকার চেয়েছে বলেই ভালো নির্বাচন হয়েছে৷ সরকার জানতো তার প্রার্থী জনপ্রিয়৷ সুষ্ঠু নির্বাচন তাই সরকারেরই প্রয়োজন ছিল৷’’

প্রিয় পাঠক, এই বিষয়ে আপনাদের মন্তব্য জানতে চাই আমরা৷ লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান