প্রেসিডেন্টের ছেলের ড্রাইভারকে মারধর
২৮ জুন ২০২২গাড়ির চালক নজরুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে ৫-৬ জনের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেছেন৷ এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী কৌশিক সরকার সাম্যকে প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷
সাম্য ছাত্রলীগে যুক্ত বলে খবর এলেও পুলিশ সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ৷ রোববার বিকালে রথখোলা মোড়ে গাড়ি চালক নজরুল আক্রান্ত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে ৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার বলেন, রাষ্ট্রপতির ছোট ছেলের সন্তানকে নিয়ে রথখোলা মোড়ে গিয়েছিলেন গাড়িচালক নজরুল ৷ সেখানে শিশুটি এক শিক্ষকের কাছে পড়ে ৷ শিশুটিকে শিক্ষকের কাছে রেখে নজরুল ফেরার পথে আক্রান্ত হন ৷
‘‘সাম্যসহ কয়েকজন নজরুলকে বলে যে সে তাদের মুখে থুথু দিয়েছে এবং জোরে হর্ন বাজিয়েছে ৷ পরে তারা নজরুলকে গলিতে নিয়ে মারধর করে৷’’
বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছিলেন জানিয়ে ওসি বলেন, ‘‘তিনি বলেছেন যে যেহেতু ক্যাম্পাসের বাইরের ঘটনা, এখানে তাদের কিছু করার নেই ৷’’
সাম্যসহ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি কবির হোসেন হাওলাদার৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)