ফেঁসে যেতে পারেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট
১২ আগস্ট ২০২০মেক্সিকোর তেল কোম্পানি পেমেক্স-এর সাবেক প্রধান নির্বাহী এমিলি লসোভা শাস্তি এড়াতে পালিয়ে গিয়েছিলেন স্পেনে৷ গত জুলাই মাসে সেখান থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয় তাকে৷
মঙ্গলবার মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, এখন সাবেক প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতোর বিরুদ্ধেও তদন্ত করতে হচ্ছে তাদের৷ কারণ, এমিলি লসোভোর দাবি, ২০১২ সালের নির্বাচনি প্রচার-ব্যয়ের বড় একটা অংশ ব্রাজিলের নির্মাণ প্রতিষ্ঠান ওডেব্রেশটের কাছ থেকে ঘুস হিসেবে পেয়েছিলেন এনরিকে পেনা নিয়েতো৷
এক ভিডিও বার্তায় মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আলেসান্দ্রো গার্ৎস মানেরো জানান, পেমেক্স-এর সাবেক প্রধান নির্বাহীর অভিযোগ, সাবেক প্রেসিডেন্ট নিয়েতো এবং তার অর্থসচিবের নির্দেশেই ওডেব্রেশটের কাছ থেকে ৪০ লাখ ডলারেরও বেশি অর্থ নিয়েছিলেন তিনি৷ পুরো টাকা নিয়তোর নির্বাচনি প্রচারে ব্যয় করা হয়েছিল বলেও এমিলি লসোভার দাবি৷
ভিডিও বার্তায় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘কয়েক দফায় এক কোটি পেসোর চেয়েও বেশি অর্থের ঘুস লেনদেন হয়েছে তখন৷ টাকাটা রিপাবলিক দলের প্রেসিডেন্ট প্রার্থীর নির্বাচনি প্রচারণায় ব্যয় হয়েছে৷’’
এনরিকে পেনা নিয়েতো এবং তার সচিবের বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি৷ ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্ট ছিলেন এনরিকে পেনা নিয়েতো৷
এসিবি/ কেএম (এপি, রয়টার্স)
গতবছরের নভেম্বরের ছবিঘরটি দেখুন..