1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা বিবাহ নিষিদ্ধ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ জুলাই ২০১৪

বাংলাদেশিদের সঙ্গে কোনো রোহিঙ্গা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না৷ এ ধরণের বিয়ে অবৈধ৷ এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে৷ এ নিয়ে বাংলাদেশের আইন মন্ত্রণালয় বৃহস্পতিবার একটি আদেশ জারি করেছে৷

https://p.dw.com/p/1CZyd
ছবি: Shaikh Azizur Rahman

আইনমন্ত্রী আনিসুল হক জানান, ‘‘রোহিঙ্গাদের বিবাহের বিষয়ে বৃহস্পতিবারই আইন মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে৷ সেই আদেশ অনুযায়ী, এখন থেকে যদি কোনো কাজি রোহিঙ্গাদের বিবাহ নিবন্ধন করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ অর্থাত্‍ এ দেশে রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশিদের বিবাহ নিষিদ্ধ করা হয়েছে৷ তাই নিবন্ধন হলেও সেটি অবৈধ হবে৷''

তিনি বলেন, ‘‘কাজি ছাড়াও যাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তাঁদেরও শাস্তির আওতায় আনা হবে৷'' তবে সে শাস্তি এখনো নির্দিষ্ট করা হয়নি আদেশে৷ অবশ্য এই আদেশ জারির আগে কোনো বিয়ে হয়ে থাকলে সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা – তা স্পষ্ট করেননি আইনমন্ত্রী৷

এদিকে চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকার জেলা প্রশাসকদের এ বিষয়ে নজরদারি বাড়াতে বলা হয়েছে৷ জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষ্যে তাঁরা এ মুহূর্তে রাজধানী ঢাকাতেই আছেন৷ জানা গেছে, আইন মন্ত্রণালয় আদেশ জারির আগে সকালে এ নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী৷ জেলা প্রশাসকরাই বাংলাদেশে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের মধ্যে বিবাহ বন্ধের প্রস্তাব করেন৷ বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার জেলা প্রশাসকরা জানান, ‘‘রোহিঙ্গারা এখানে বিয়ে-থা করে বাংলাদেশি জনগোষ্টির সঙ্গে মিশে যাচ্ছে৷ তাদের আলাদা করা যাচ্ছে না৷ আত্মীয়তার সূত্র ধরে ভোটার তালিকায় নামও ওঠাচ্ছে তারা, যা একটি জটিল পরিস্থিতির সৃষ্টি করছে৷''

অন্যদিকে বাংলাদেশি-রোহিঙ্গা বিবাহ নিষিদ্ধে আইন মন্ত্রণালয়ের আদেশকে মানবাধিকারের লঙ্ঘন বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘কোনো আইনেই কোনো জাতি, গোষ্ঠী, বর্ণ, গোত্রের বা কোনো দেশের নাগরিকের সঙ্গে বিবাহ নিষিদ্ধ করা যায় না৷''

তাঁর মতে, ‘‘রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারের এই নিষেধাজ্ঞা কোনো কাজেও আসবে না৷ কারণ আইন করে বিবাহ, ভালোবাসা বন্ধ করা যায় না৷ যাঁরা করবেন, তাঁরা ঠিকই উপায় বের করবেন৷ বরং বাংলাদেশ সরকারের উচিত রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা সমাধানে মিয়নমারের সঙ্গে কার্যকর আলোচনা চালিয়ে যাওয়া৷ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বিষয়টি নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে৷ আর তা না করে বিবাহ নিষিদ্ধ করায় বাংলাদেশের ‘ইমেজ' আন্তর্জাতিক মহলে ক্ষুণ্ণ হবে৷''

Myanmar Zyklon Mahasen Golf von Bengalen 15.05.2013 OVERLAY GEEIGNET
‘এখন থেকে যদি কোনো কাজি রোহিঙ্গাদের বিবাহ নিবন্ধন করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ছবি: Soe Than Win/AFP/Getty Images

ড. আহমেদ বলেন, ‘‘রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে কোনো কাজ করার সময় অবশ্যই মানবাধিকারের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিতে হবে৷ আমাদের মনে রাখতে হবে যে তাঁরা শরণার্থী৷''

উল্লেখ্য, বাংলাদেশে এখন মিয়ানমারের নিবন্ধিত ৩০,০০০ রোহিঙ্গা শরণার্থী আছেন৷ তবে অনিবন্ধিত শরণার্থীর সংখ্যা ৮ লাখ বলে ধারণা করা হয়ে থাকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান