1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রকাশককে গুলি করে হত্যা

১১ জুন ২০১৮

বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চুকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে গুলি করে হত্যা করা হয়েছে৷ মুক্তমনা লেখক হিসেবে পরিচিত শাহজাহান বাচ্চু মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক৷

https://p.dw.com/p/2zJKs
Symbolbild Tatort
ছবি: Getty Images

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান জানান জানান, সোমবার বিকেলে উপজেলার কাকালদী এলাকায় এ ঘটনা ঘটে৷ দু'টি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত গুলি করলে ঘটনাস্থলেই শাহজাহান বাচ্চুর মৃত্যু হয়৷ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷

সোমবার রাতে বাচ্চুর মেয়ে দুর্বা জাহান প্রথমে ফেইসবুকে লিখে খবরটি জানান৷ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমার বাবা শাহজাহান বাচ্চু আজকে মরে গেছে৷ আামাদের গ্রামে৷ বাবাকে কারা যেন দুইটা গুলি করে মেরে ফেলেছে৷''

দুর্বার এক বন্ধু ওই পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘‘উনি দোকানে বসেছিলেন৷ মোটরসাইকেলে করে দু'জন এসে গুলি করে পালিয়ে যায়৷''

এদিকে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সভাপতি মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘বাংলাবাজারের প্রকাশনা সংস্থা বিশাখা প্রকাশনী নিয়মিতভাবে কবিতার বই বের করতো৷ প্রকাশনীটি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহার মতো প্রখ্যাত কবিদের কাব্যগ্রন্থ বের করতো৷ প্রকাশক হিসেবে সজ্জন ছিলেন বাচ্চু৷''

এসিবি/ডিজি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য