1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের জঙ্গিরা কি দমে গেছে?

১ জুলাই ২০১৮

বাংলাদেশে হোলি আর্টিজানে হামলার পর জঙ্গিবিরোধী অভিযান নতুনমাত্রা পায়৷ ওই ঘটনার পর অন্তত: ২০টি বড় আকারের জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করা হয়৷ কিন্তু তাতে কি বাংলাদেশে জঙ্গি তৎপরতা শেষ হয়ে গেছে?

https://p.dw.com/p/30dEW
Bangladesch IS-Anschlag in Dhaka
ছবি: picture-alliance/AP Photo

২০১৬ সালে গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় বিদেশি নাগরিক ও দুই পুলিশ সদস্যসহ ২৩ জন নিহত হন৷ এছাড়া হামলায় জড়িত জঙ্গিরাও উদ্ধার অভিযানের মুখে নিহত হয় তখন৷ আর হলি আর্টিজান জঙ্গিমুক্ত করতে ওই সময় পরিচালিত হয় ‘অপারেশন থান্ডার বোল্ট'৷

ঐ মাসেই ঢাকার কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে ৯ জঙ্গি নিহত হন৷ কল্যাণপুরের তাজ মঞ্জিলের জঙ্গি আস্তানায় ২৬ জুলাই ‘অপারেশন স্ট্রম ২৬' নামে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)৷ ২০১৬ সালের ২৭ আগস্ট সিটিটিসি ও পুলিশ সদর দফতর যৌথভাবে নারায়ণগঞ্জের পাইকপাড়ার জঙ্গি আস্তানায় চালায় অপারেশন হিট স্ট্রং-২৭৷ এতে গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হন৷ এরপর সিলেট , রাজশাহী চট্টগ্রাম ও সিলেটে আরো অন্তত: ২০টি বড় ধরনের অভিযান পরিচালিত হয়৷ পুলিশের হিসাব অনুযায়ী এসব অভিযানে মোট ৭৭ জন নিহত হয়েছেন৷ তাদের মধ্যে ৭ জন শিশুও রয়েছে৷ আর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন ১০ জঙ্গি৷

হোলি আর্টিজানে হামলার মধ্য দিয়ে বাংলাদেশে নব্য জেএমবি নামে নতুন এক জঙ্গি গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে৷ এই গোষ্ঠীটি জামাআতুল মুজাহেদিন বাংলাদেশ(জেএমবি)-এর নতুন রূপ৷ জেএমবি ২০০৬ সালে সারাদেশের ৬ জেলায় একযোগে বোমা হামলাসহ আরো অনেক জঙ্গি হামলার ও হত্যাকান্ডের সঙ্গে জড়িত৷

‘তারা অভ্যন্তরীনভাবে সক্রিয় রয়েছে’

হোলি আর্টিজান হামলা থেকেই বাংলাদেশে জঙ্গিদের আত্মঘাতি হামলার প্রবণতা লক্ষ্য করা যায়৷ আর এই আত্মঘাতি হামলা হয়েছে ঢাকার এয়াপোর্ট রোড এলাকার পুলিশ বক্সে, আশকোনায় র‌্যাবের নির্মানাধীন স্থাপনায়৷ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে গত বছরের ২৬-২৮ মার্চ সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা ‘অপারেশন টোয়াইলাইট' পরিচালনা করেন৷ এতে এক নারীসহ চার জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিহত হন৷ আর অভিযান চলাকালে বাইরে থেকে জঙ্গিদের হামলায় একজন র‌্যাব ও পুলিশ কর্মকতা নিহত হন৷ এসব জঙ্গি আস্তানা থেকে সুইসাইড ভেস্টসহ বিপুল বিস্ফোরক উদ্ধার করা হয়৷

হোলি আর্টিজানের পরও বাংলাদেশে লেখক প্রকাশক, ব্লগার ও ভিন্ন চিন্তার মানুষের ওপর জঙ্গিদের পরিকল্পিত হামলা ও হত্যা বন্ধ হয়নি৷ এসব হামলা ও হত্যায় জেএমবি ছাড়াও আনসারুল্লাহ বাংলা টিম নামে আরেকটি জঙ্গি গ্রুপ জড়িত৷

দেশে ধারাবাহিক জঙ্গিবিরোধী অভিযানে আটক দুই হাজারেরও বেশি জঙ্গি সদস্য এখন কারাগারে আটক আছেন৷ আর হলি আর্টিজান হামলার মাস্টারামাইন্ড নব্য জেএমবির তামিম চৌধুরীসহ আরো অনেক শীর্ষ জঙ্গি অভিযানে নিহত হওয়ার পরও বাংলাদেশ এখনো বড় ধরনের জঙ্গি ঝুঁকিতে আছে বলে মনে করেন বিশ্লেষকরা৷

বাংলাদেশ ইন্সটিউট অব পিস এন্ড সিকিউরিটি স্ট্যাডিজ-এর প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা জঙ্গিদের সাময়িকভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি৷ জঙ্গিবিরোধী অভিযানের মাধ্যমে তাদের আপাতত কোনঠাসা করা গেছে৷ ফলে হোলি আর্টিজানের পর বা গত এক বছরে আমরা দেখেছি জঙ্গিরা বড় কোনো ধরণের অপারেশন চালাতে পারেনি৷ তবে তাদের তৎপরতা কমেনি৷ তারা অভ্যন্তরীনভাবে সক্রিয় রয়েছে৷ এটার বড় প্রমাণ হচ্ছে যে পুলিশ প্রায়ই দেশের বিভিন্ন জেলার জঙ্গি আস্তানার খোঁজ পাচ্ছে৷ জঙ্গিদের অস্ত্র ও গোলবারুদ পাওয়া যাচ্ছে৷ বছর খানেক আগে তারা ১৫ আগষ্টে আওয়ামী লীগের র‌্যালিতে ও ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পরিকল্পনা করেছিল৷ যা শেষ মূহুর্তে পুলিশ ব্যর্থ করে দেয়৷''

‘মালয়েশিয়া এবং তুরস্কে তাদের যোগাযোগ আছে’

এই নিরপত্তা বিশ্লেষক বলেন, ‘‘বাংলাদেশর অনেক জঙ্গি দেশের বাইরে সক্রিয় আছে৷ তারা এখন নতুন করে দেশে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের তৎপরতা চালাচ্ছে৷''

জানা গেছে, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের শতাধিক জঙ্গি তৎপর রয়েছেন৷ তারা আফগানিস্তানেও নতুনভাবে জায়গা করে নিচ্ছেন৷

বাংলাদেশের জঙ্গিরা অনলাইনেও তৎপর আছেন৷ তারা শুধু কৌশল পরিবর্তন করেছেন৷ তারা এখন অনলাইনে তথ্যপ্রযুক্তির নতুন কৌশল কাজে লাগাচ্ছেন৷ তথ্যপ্রযুক্তি এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট তানভির হাসান জোহা ডয়চে ভেলেকে বলেন, ‘‘তারা এখন এক্রিপ্টেড টেলিগ্রাম, ডার্কওয়েব ব্যবহার করছে৷ তাদের কিছু নিজস্ব অ্যাপসও আছে৷ এর মাধ্যমে তারা তাদের যোগাযোগ রক্ষা করছে এবং সমর্থক বাড়াচ্ছে৷ যা আইন-শৃঙ্খলা বাহিনী সাধারণভাবে চিহ্নিত করতে পারছেনা৷ আর ১৫-৩০ বছরের বাংলাদেশি নাগরিকরা এই প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে৷ তারা সবচেয়ে বেশি তৎপর চট্টগ্রাম ও সিলেটে৷ আমরা তাদের মালয়েশিয়া এবং তুরস্কে যোগাযোগের প্রমাণ পেয়েছি৷''

তিনি বলেন, ‘‘আমরা আমাদের পর্যবেক্ষণে দেখছি অনলাইন ব্যবহার করে বাংলাদেশের জঙ্গিরা বাইরের জঙ্গিদের সঙ্গেও যোগাযোগ রাখছে৷ তারা সমর্থক খোঁজে ফেসবুকের মাধ্যমে৷ সেখান থেকে যারা পরীক্ষিত তাদেরকে তারা টেলিগ্রাম অ্যাপস-এ নিয়ে আসে৷ এরপর যারা অপারেশনে থাকতে চায় তাদেরকে তারা প্রটেককেটেড টেক্সট ডটকম নামে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসে৷ এটা ওপেন নয়৷''

‘সমাজে দরকার সচেতনতা’

হোলি আর্টিজানের পর জঙ্গিবাদ দমনে সামাজিক প্রক্রিয়ার কথাও বলা হয়৷ শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদে কাজ করার কথা বলা হয় তখন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ও অপরাধ বিজ্ঞানের অধ্যাপক শেখ হাফিজুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশে যেটা হয়েছে তা হল সামরিক সমাধান৷ জঙ্গি তৈরি হয়েছে এবং তাদের গুলি করে নির্মূলের চেষ্টা হয়েছে৷ এতে হলি আর্টিাজানের পর যে নিরপত্তাহীনতা তৈরি হয়েছিল তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে৷ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে৷ কিন্তু জঙ্গিবাদের কারণ ধরে তা দূর করার চেষ্টা লক্ষ্য করা যায়নি৷''

তিনি বলেন, ‘‘জঙ্গিবাদ একটা বৈশ্বিক সমস্যা৷ এটার প্রচার ও প্রসারে বিশ্বব্যাপী জঙ্গিরা কাজ করছে৷ আমাদের প্রয়োজন জঙ্গিবাদের বিরুদ্ধে সামজিক এবং প্রাতিষ্ঠানিকভাবে কাজ করা৷ আর সবার আগে তাই আমাদের শিক্ষায় এটা নিয়ে পরিকল্পনা করে এগোতে হবে৷ কোনধরনের শিক্ষা বা ‘আদর্শ' যদি জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে তাতো আর শুধু জঙ্গিবিরোধী অভিযান দিয়ে শেষ করা যাবে না৷ হোলি আর্টিজানে অভিযান চালাতে হয়৷ কিন্তু সমাজে দরকার সচেতনতা৷''

আর এ এন এম মুনীরুজ্জামান বলেন, ‘‘জঙ্গিবাদ একটা দীর্ঘমেয়াদী সমস্যা৷ তাই একটি দীর্ঘমেয়াদী জাতীয় কৌশলপত্রের ওপর ভিত্তি করে এর সামাধান খুঁজতে হবে৷ এই কৌশলে পুলিশের অভিযানের ভূমিকা থাকবে কম৷ এখানে স্টেকহোল্ডার, সমাজ, মিডিয়া, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গোয়েন্দা, আইনশৃঙ্খলা বাহিনি সবকিছু নিয়ে কাজ করতে হবে৷ একটি কৌশলপ্রত্র প্রনয়ন করে তা বাস্তবায়ন করতে হবে৷ এটা না করে শুধু পুলিশি অভিযান চালিয়ে এটা দমন করা যাবেনা৷''