বাংলাদেশের প্রথম টেস্ট আম্পায়ার এনামুল হক
১৮ জানুয়ারি ২০১২দীর্ঘদিন ধরেই তিনি ক্রিকেট জগতের সঙ্গে পরিচিত৷ ক্রিকেট খেলেছেন৷ উইকেটও সংগ্রহ করেছেন অনেক৷ মাত্র ১০টি টেস্টে ১৮টি এবং ২৯টি ওয়ান ডে ইন্টারন্যাশনালে ১৯টি উইকেট সংগ্রহ করেন তিনি৷
কেমন লাগছে আন্তর্জাতিক টেস্ট ম্যাচে আম্পায়ার হতে পেরে? অনুভূতি কেমন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘অনুভূতি খুবই ভাল৷ কারণ অনেকদিন বাংলাদেশের জন্য ক্রিকেট খেলেছি৷ এরপর আম্পায়ারিং যখন শুরু করি তখন ওয়ান ডে ম্যাচে আম্পায়ারিং করা শুরু করলাম৷ তখন স্বপ্ন ছিল যে একদিন টেস্ট ম্যাচে আম্পায়রিং করবো৷ আন্তর্জাতিক টেস্ট ম্যাচে আম্পায়ারিং করা মানেই আইসিসির প্রমোশনে একধাপ এগিয়ে যাওয়া৷ তবে আমি খুব এক্সাইটেড না কারণ আমি অনেক আগে থেকেই জানতাম যে আমাকে টেস্ট আম্পায়ারিং দেয়া হবে৷ আমি শুধু অপেক্ষায় ছিলাম৷ আমার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে দেখে আমি খুবই খুশি এবং আনন্দিত৷''
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক