ফেসবুক’এ মমতা
১৮ জুন ২০১২চিরকালই তিনি জনতার নেত্রী বলে পরিচিত৷ জনগণের সঙ্গে তাঁর সংযোগ সরাসরি, পথে নেমে৷ এ ব্যাপারে বিরোধী বামপন্থীরা যতটা ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত, তিনি ততটা নন৷ কিন্তু এবার তৃণমূল নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফেসবুকে৷ তাঁর অফিশিয়াল ফেসবুক প্রোফাইল তৈরি করে, দেশের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চলতি রাজনৈতিক টানাপোড়েনে নিজের মতামত জানাতে শুরু করেছেন সরাসরি৷ জানিয়েছেন, কেন, কী কারণে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকেই তিনি ফের রাষ্ট্রপতি পদে দেখতে চান৷ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিচারবুদ্ধির উপর যদি আস্থা রাখতে হয়, তা হলে কালাম যে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন, সে ইঙ্গিত মমতা আগেই দিয়ে রেখেছিলেন তাঁর ফেসবুকের ওয়ালে৷
মমতা লিখেছিলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নোংরামি এবং পর্দার আড়ালের রাজনীতি শুরু হয়েছে৷ কারও নাম না করেই মমতা টেনে আনেন ইউরোপীয় রাজনীতিক ম্যাকিয়াভেলি'র প্রসঙ্গ এবং লেখেন, অর্থ ও পেশীশক্তির খেলা এবং ম্যাকিয়াভেলিসুলভ মারপ্যাঁচ শুরু হয়েছে৷ এর বিরুদ্ধে ধর্মযুদ্ধ শুরু করার ডাক দেন মমতা৷
এদিন অবশ্য আব্দুল কালাম রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করার পরই ফেসবুকে মমতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে এই পর্যায়ে তৃণমূল কংগ্রেসের যে সাংসদ আগাগোড়া মমতার ছায়াসঙ্গী হয়ে আছেন, সেই কুণাল ঘোষ সাংবাদিকদের জানান, কালামের সিদ্ধান্ত স্বাগত৷ এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে৷
এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বা তাঁর দলের বক্তব্য আবারও ফেসবুকের ওয়ালেই পোস্ট করেন কিনা, সেটাই দেখার৷ কারণ এর আগে, এই ইস্যুতেই সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ফেসবুকে নিজের বক্তব্য জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷
প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়, কলকাতা
সম্পাদনা: দেবারতি গুহ