সমাজযুক্তরাষ্ট্র
বান্ধবীর কুকুর হত্যা করায় পুলিশ সদস্যের কারাদণ্ড
১৫ মার্চ ২০২২বিজ্ঞাপন
আদালতের নথি অনুসারে, ভার্জিনিয়ার রিচমন্ডের পুলিশ কর্মকর্তা রিচার্ড চিনাপ্পির বিরুদ্ধে বান্ধবীর কুকুরকে গুলি করে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে৷
সংবাদসংস্থা এএফপি জানায়, গত অক্টোবরে চিনাপ্পা তার সাবেক বান্ধবীর বিগল মিক্স কুকুরকে গুলি করে হত্যা করেন৷ কিন্তু পরবর্তীতে তদন্তকারীদের বলেন, ভাল্লুকের আক্রমণের ফলে কুকুরটি মারা গেছে৷
২০১৬ সালে পুলিশ কর্মকর্তা হওয়া চিনাপ্পিকে গত শুক্রবার পাওহাটান বিভাগীয় আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেয়৷ তবে তাকে আপাতত এক বছর কারাগারে কাটাতে হবে৷ বাকি চার বছর স্থগিত কারাদণ্ডাদেশ হওয়ায় একই অপরাধ আবার না করা পর্যন্ত সেই সাজা ভোগ করতে হবে না৷
এএস/এসিবি (এএফপি)