1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাপ-বেটির যে নাচ আলোড়ন তুলেছে

২৫ মে ২০১৬

গোলাপি পোশাকে নাচছে বাপ-বেটি৷ তাও আবার বাড়ির লিভিংরুমে৷ ইউটিউবে সেই ভিডিও ইতোমধ্যে দেখা হয়েছে তেত্রিশ লাখ বার৷ চলুন দেখি আমরাও৷

https://p.dw.com/p/1Ity7
নাচ
ছবি: fotoexodo - Fotolia.com

মেয়ের প্রতি মায়ের ভালোবাসার গভীরতা কাউকে বুঝিয়ে দিতে হয়না৷ তবে বাবার ভালোবাসা বোঝা বা বোঝানো দু'টোই একটু কঠিন৷ যদিও বাবার ভালোবাসাও কোনো অংশে কম নয়৷ ইন্টারনেটের কল্যাণে সে ভালোবাসা ইদানীং মাঝেমাঝেই চোখে পড়ে৷

এই যেমন, মার্কিন তারকা জাস্টিন টিম্বারলেকের ‘কান্ট স্টপ দ্য ফিলিং' গানের তালে তালে নেচেছেন জশ রিন্ডার আর তাঁর মেয়ে অড্রি৷ বাবার বয়স ৩১, মেয়ের ৬৷ ভিডিওতে দেখা যায়, অড্রি পরেছেন গোলাপি রংয়ের মিষ্টি এক পোশাক৷ বাবাও কম যাননা৷ তাঁর প্যান্টেও রয়েছে গোলাপি রংয়ের আধিক্য৷ সঙ্গে সাদা পোলো শার্ট৷ টিম্বারলেকের গানের তালে তালে তারা নাচের মাঝে আবার ক্যামেরার একেবারে সামনেও চলে এসেছেন, করেছেন স্থান বদল৷

বাপ-মেয়ের এই ভিডিওকে কেউ কেউ রায় দিয়েছেন ‘সবচেয়ে কিউট' ভিডিও হিসেবে৷ ইউটিউবে ইতোমধ্যে ভিডিওটি দেখা হয়েছে ত্রিশ লাখের বেশি বার৷ খোদ জাস্টিন টিম্বারলেকও ভিডিওটি দেখে মুগ্ধ৷ তিনি টুইটারে জানিয়েছেন সেকথা৷

অবশ্য জশ আর অড্রি এবারই প্রথম আলোচনায় এসেছেন এমন নয়৷ এর আগে টেইলর সুইফটের ‘শেক ইট অফ' ভিডিওর তালেও নেচেছেন তারা, যা ইউটিউবে প্রদর্শিত হয়েছে এগারো মিলিয়ন বার৷

উল্লেখ্য, জার্মানি থেকে সর্বশেষ ভিডিওটি পুরোটা দেখা যাচ্ছে না কপিরাইট জটিলতার কারণে৷ তাই জার্মানির বাইরের পাঠকরা পুরো ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

এআই/এসিবি