1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন প্রাচীর নিয়ে উঠেছিল প্রতিবাদের সুর, বাঁধা হয়েছিল গান

১২ আগস্ট ২০১০

১৯৬১ সালের ১৩ই অগাস্ট, অর্থাৎ ৪৯ বছর আগে তদানিন্তন কমিউনিস্ট পূর্ব জার্মানি বা জিডিআর বিশ্বকে চমকে দিয়ে বার্লিন প্রাচীর তৈরি শুরু করে৷ এই প্রাচীর হয়ে ওঠে জার্মানির তথা ইউরোপের বিভক্তির এক কুখ্যাত প্রতীক৷

https://p.dw.com/p/Oj3e
‘আমি একবার শুধু ড্রেসডেন শহরে গান গেতে চাই ....’ছবি: AP

‘আমি একবার শুধু ড্রেসডেন শহরে গান গেতে চাই .....' ১৯৮৩ সালে এই অতৃপ্ত বাসনার গানটি গেয়েছিলেন বিখ্যাত জার্মান সঙ্গীতকার রাইনার্ড মাই৷ সে সময় পূর্ব জার্মানিতে তাঁর একটি কনসার্ট কমিউনিস্ট সরকার নাকচ করে দেয়৷ এরপর, অর্থাৎ বার্লিন প্রাচীর তৈরি হওয়ার পর, পুবের মানুষের কাছে সঙ্গীতের মধ্য দিয়ে পৌঁছতে চেয়েছেন পশ্চিমের বহু শিল্পী৷ কিন্তু প্রায়ই পূর্ব জার্মানির শাসকগোষ্ঠী তাতে বাদ সাধে৷ জার্মানির জনপ্রিয় রক সঙ্গীত তারকা উডো লিন্ডেনব্যার্গ অনুমতি না পেয়ে তৎকালীন পূর্ব জার্মান শীর্ষ নেতা এরিশ হোনেকারকে উদ্দেশ্য করে রচনা করেছিলেন ‘জন্ডার স্যুগ নাখ পাঙ্কো'৷ তিনি ঐ গানে বলেছেন, ‘‘হেই এরিশ, আমার প্রচুর বন্ধু রয়েছে পুবে৷ তুমি কি সত্যিই এত একগুঁয়ে ? শ্রমিক আর কৃষকের দেশে কেন তুমি আমাকে গান গাইতে দিচ্ছ না....''৷

Berlin DDR Mauerbau Flash-Galerie
বার্লিন প্রাচীরের একাংশছবি: picture-alliance / akg-images

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর তদানিন্তন সোভিয়েৎ ইউনিয়ন প্রভাব বিস্তার করে ইউরোপের পূর্বাঞ্চলে৷ ১৯৬১ সালে এই বার্লিন প্রাচীরের হাত ধরে শুরু হয় পূর্ব ও পশ্চিমি শক্তির মধ্যে শীতল যুদ্ধ৷ জার্মানি সহ বিশ্বের বহু সঙ্গীতশিল্পী সহজ ভাবে নিতে পারেননি এই লৌহ যবনিকা, বিশেষ করে আশির দশকে৷ বিশ্বখ্যাত ব্রিটিশ রক সঙ্গীত তারকা স্টিং এর ‘রাশান্স' গানে তা ফুটে ওঠে গভীরভাবে৷ তেমনই ১৯৮৪ সালের গান ‘ক্রোসফায়ার'৷ এই গানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্মান সঙ্গীত গোষ্ঠি ‘স্কর্পিয়ন্স' শীতল যুদ্ধ সম্পর্কে উৎকন্ঠা প্রকাশ করেছে৷

এর ২৮ বছর পর ১৯৮৯ সালে পূর্ব জার্মানির জনগণের শান্তিপুর্ণ বিপ্লবের মধ্য দিয়ে ধ্বসে পড়ে বার্লিন প্রাচীর, পতন হয় শীতল যুদ্ধের৷ ‘স্কর্পিয়ন্স' তার ব্যালাড আঙ্গিকের বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া গান ‘উইন্ড ওফ চেইঞ্জ' দিয়ে সম্মান জানায় এই রাজনৈতিক পালাবদলকে৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ