বিএনপির জনবান্ধব আন্দোলন কর্মসূচি
৩ এপ্রিল ২০১৪তবে তাঁরা বলছেন সরকারের আচরণের ওপরই নির্ভর করবে বিএনপি শেষ পর্যন্ত হরতাল, অবরোধের মতো কর্মসূচিতে যাবে কিনা৷
৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর বিএনপি আন্দোলন বাদ দিয়ে দল গোছানো এবং নেতা-কর্মীদের চাঙ্গা করার কর্মসূচি নেয়৷ তাই সংসদ নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনে অংশ নেয় দলটি৷ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ডয়চে ভেলেকে বলেন, ‘‘কেউ কেউ বলার চেষ্টা করেছেন ১০ম সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে৷ কিন্তু উপজেলা নির্বাচনে অংশ নিয়ে বিএনপি প্রমাণ করেছে যে তাদের সিদ্ধান্ত ভুল ছিলনা৷ প্রমাণ হয়েছে এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়৷'' তিনি বলেন, ‘‘তাই বিএনপি নতুন করে জনসম্পৃক্ত আন্দোলন শুরু করছে৷ আর নতুন এই আন্দোলন কর্মসূচি যে-কোনো দিনই ঘোষণা করা হতে পারে৷ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হয়েছে৷''
শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির সঙ্গে সারাদেশের মানুষকে সম্পৃক্ত করতে চায়৷ এজন্য নতুন আন্দোলনে ঢাকাসহ সারাদেশে সভা-সমাবেশ, র্যালি, গণ অবস্থান, রোডমার্চসহ নানা ধরণের কর্মসূচি দেয়া হবে৷ আর এই সব কর্মসূচির মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো হবে৷ তবে শেষ পর্যন্ত হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে কিনা তা নির্ভর করবে সরকারের আচরণের ওপর৷
অন্যদিকে, দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘‘জনদুর্ভোগের সৃষ্টি হয়, এমন কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি৷ জনগণকে সম্পৃক্ত করে, এই অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলা হবে৷''
উপজেলা নির্বাচনে বিজয়ী বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করে তিনি বলেন, ‘‘বিজয়ী বিএনপি-সমর্থিত প্রার্থীরা যাতে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে না পারেন, সেজন্য তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে৷''
সালাহউদ্দিন আহমেদ দাবি করেন, উপজেলা নির্বাচনে সরকার-সমর্থিত প্রাথীদের বিজয়ী করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয় রেখে নির্বাচন কমিশন নির্লজ্জের মতো কাজ করেছে৷
তিনি অভিযোগ করেন, ‘‘পুলিশের মামলার পাশাপাশি সরকার-দলীয় সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বিএনপি-সমর্থিত প্রার্থী ও কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন৷ এজন্য তাঁরা পালিয়ে বেড়াচ্ছেন৷''
তবে এসব করে কোনো কাজ হবেনা বলে জানান তিনি৷ ‘‘এবার গণআন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে৷''