বিএসএফের গুলিতে আবার দু'জন নিহত
২২ জানুয়ারি ২০২০বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল আলম ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাটের দৈখাওয়া উপজেলার বনচৌকি বিওপি ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে৷
নিহত দুজনই উপজেলার পূর্ব আমঝোল গ্রামের৷ একজন শাহজাহান আলীর ছেলে সুরুজ মিয়া (৩২) ও অন্যজন উসমান আলীর ছেলে সুরুজ মিয়া (১৭)৷
সকাল সাড়ে ৬টার দিকে দৈখাওয়া সীমান্তের ৯০৭ মেইন পিলারের ৪ নম্বর সাব-পিলারের কাছ দিয়ে আট-দশজনের একটি গরু পারাপারকারী দল ভারতে যাওয়ার চেষ্টা করছিল৷ সীমান্তের কাছে যাওয়ার পর ভারতের পাগলামারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের গুলি করে৷ গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান৷ গুলিবিদ্ধ অন্যজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু পথেই তিনি মারা যান৷
দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে৷ বিজিবি কর্মকর্তা তৌহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএসএফকে একটি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে৷ এছাড়া কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হতে পারে বলেও জানিয়েছেন তিনি৷
এসিবি/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)