নারী মুক্তিযোদ্ধাদের কথা
বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ড প্রাপ্তিতে তাদের অনেক অবদান৷ এতে গর্ব যেমন আছে, ৫৩ বছরে অনেক অপ্রাপ্তির বেদনা, চাপা অভিমানও জমেছে নারী মুক্তিযোদ্ধার মনে৷ ছবিঘরে তেমন কয়েকজন নারী মুক্তিযোদ্ধার কথা...
একাত্তরের স্মৃতি কখনো ভোলার নয় - মুক্তিযোদ্ধা রওশন জাহান সাথী
একাত্তরের অনেক স্মৃতি খুব ভয়ংকর৷ আমি অবশ্য সবসময়ই মনে করি, যুদ্ধ তো ভয়ংকর হবে, যুদ্ধ মানেই ভয়ংকর ভয়াবহ ঘটনা৷ সেখানে মানবেতর জীবন যাপন করতে হয়। আমিও সেরকম অভিজ্ঞতার মধ্য দিয়েই গেছি৷ সেই স্মৃতি কখনো ভোলার নয়।
মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান ছিল না, জয় বাংলা ছিল সবার -ডা. রোকেয়া খাতুন
আমরা যে বাংলাদেশ চেয়েছি, সে বাংলাদেশ পাইনি।মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা তার কিছুই আমরা পাইনি। জয় বাংলা স্লোগান প্রথমে দিয়েছে আওয়ামী লীগ। আমরা প্রথমে ‘জয় সর্বহারা’ বলতাম, কিন্তু মুক্তিযুদ্ধের সময় সবাই জয় বাংলা বলতো, সেটা তখন আওয়ামী লীগের স্লোগান ছিল না।
এখন নিজেকে মুক্তিযোদ্ধা বলতে লজ্জা পাই - মুক্তিযোদ্ধা রমা রানী দাস
আমার এলাকায় অনেক রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে গেছেন৷ তাই আমি এখন নিজেকে মুক্তিযোদ্ধা বলতে লজ্জা পাই, কারণ, তাহলে আমাকেও সবাই তাদের মতো একই কাতারে ভাববে৷
মুক্তিযুদ্ধে নারীদের অনেক অবদানের কথা এখনো সঠিকভাবে তুলে ধরা হয়নি - ফেরদৌসী হক লিনু
একাত্তরে যা করেছি তা ছিল অন্য রকম এক মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করা, মুক্তিযুদ্ধের পক্ষে মানুষকে সাহসী করে তোলা, এর বাইরে গেরিলা দলের সদস্যদের মতো অনেক কাজই করেছি৷মুক্তিযুদ্ধে নারীদের অনেক অবদান, কিন্তু নারীর অবদানের কথা এখনো সঠিকভাবে তুলে ধরা হয়নি৷
মুক্তিযুদ্ধ কোনো পিকনিক নয় - মুক্তিযোদ্ধা লুবনা মরিয়ম
‘‘আচ্ছা, মুক্তিযুদ্ধের কি মজার কোনো স্মৃতি আছে?’’ মাঝে মাঝে যখন এমন প্রশ্ন শুনি, খুব অবাক লাগে, ভীষণ হতাশ লাগে৷ যারা এমন প্রশ্ন করেন, তারা জানেনই না ১৯৭১-এর ইতিহাস কেমন ইতিহাস৷ মুক্তিযুদ্ধ তো কোনো পিকনিক নয় যে কেউ এসে জানতে চাইবে, ‘‘মুক্তিযুদ্ধের কি মজার কোনো স্মৃতি আছে?’’
এক কণ্ঠে সহস্রের প্রতিবাদ
এ বছরই মুক্তিযোদ্ধা স্বামীকে হারানো এক নারী মুক্তিযোদ্ধার ছবি তুলতে গিয়ে, তার সঙ্গে কথা বলতে গিয়ে পড়তে হয়েছে তোপের মুখে৷ বীর মুক্তিযোদ্ধার প্রশ্ন, ‘‘আপনারা শুধু ডিসেম্বরেই খোঁজ নিতে আসেন কেন?’’ ক্ষোভে, দুঃখে তিনি ছবি তুলতে দেননি৷ ডয়চে ভেলে একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল৷ ডয়চে ভেলে অতীতে সীমিত সামর্থ্য নিয়েও বছর জুড়ে একাত্তরে ফিরে তাকানোর চেষ্টা করেছে, আগামীতেও করবে৷