সামহোয়্যারইন ব্লগ সমস্যায়
২০ মে ২০১৬ব্লগটির সহ প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা ডয়চে ভেলেকে জানান, ‘‘আমরা জানতে পেরেছি যে বিটিআরসি-র (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) নির্দেশের কারণে কয়েকটি আইএসপি এবং আইআইজে থেকে আমাদের ব্লগে প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়েছে৷ কিন্তু বিটিআরসি এখনো আমাদের ‘অফিসিয়ালি' কিছু জানায়নি৷''
অন্যদিকে বিটিআরসি ডয়চে ভেলেকে জানায়, ‘‘আদালতের নির্দেশেই কিছু ইউআরএল ‘ব্লক' করা হয়েছে৷ তবে পুরো সাইটটি কোনোভাবেই ব্লক করা হয়নি৷''
সৈয়দা গুলশান ফেরদৌস জানার কথায়, ‘‘আমরা যোগাযোগ করলে বিটিআরসি আমাদের টেলিফোনে বলে যে, কিছু লেখা বন্ধ করার জন্য হাইকোর্টের নির্দেশনা আাছে৷ সেই নির্দেশনা ঠিক কী নিয়ে, তা আমরা জানতে চেয়েছি৷ কিন্তু আমাদের সেটা জানানো হয়নি৷ এছাড়া হাইকোর্টে যোগাযোগ করেও এমন কোনো নির্দেশনার অস্তিত্ব খুঁজে পাইনি আমরা৷''
তিনি বলেন, ‘‘আমাদের এখনো বিটিআরসি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি৷ কোনো চিঠিও দেয়নি৷ আমার কথা হলো, আমাদের নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তা স্বচ্ছতার সঙ্গে করা হোক৷ আমাদের ব্লগে এমন কিছু করা হয়নি বা লেখা হয়নি, যা দেশের সংবিধান বা আইনবিরুদ্ধ৷''
ব্লগটিতে স্বাভাবিক অবস্থায় দিনে চার'শর মতো ব্লগ পোস্ট পড়তো৷ সেখানে আজকাল সর্বোচ্চ আড়াইশ' পোস্ট হয়৷ তার সঙ্গে সঙ্গে পাঠকও কমে গেছে৷ প্রতিদিন ৬০ হাজার পাঠকের এই সাইটে এখন পাঠক পাওয়া যায় মাত্র ৪৫ হাজারের মতো৷ প্রসঙ্গত, সামহোয়্যার ইন ব্লগে নিবন্ধিত ব্লগারের সংখ্যা অন্তত দুই লাখ৷
সামহোয়্যার ইন ব্লগ-এর হোম পেজে সর্বশেষ নোটিশ-এ বলা হয়, ‘গত ৪ঠা মে যাবৎ বেশ কিছু আইএসপি থেকে সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকায় ব্লগারদের অসুবিধা প্রসঙ্গে গত কয়েকদিন ধরে বিটিআরসি-র সাথে ই-মেল এবং টেলিফোনে আন্তরিকভাবে যোগাযোগ করি৷ বিটিআরসি থেকে তৌসিফ শাহরিয়ার আমাদের ফোন করে জানান যে, উচ্চ আদালত কয়েকটি নির্দিষ্ট পোস্টের ইউআরএল ব্লক করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছিল এবং বিটিআরসি এই ইউআরএলগুলোই শুধুমাত্র ব্লক করতে নির্দেশ দিয়ে আইআইজে-কে একটি চিঠি দিয়েছে৷'
নোটিসে আরো বলা হয়, ‘উচ্চ আদালতের নির্দেশনার বিষয়টি একদিকে আমরা যেমন সম্মানের সাথেই মানবো, তেমনি সেই আদেশটি সর্বসাধারণের জন্যে উন্মুক্ত ও সবার জানার অধিকারও আছে৷ তাই আমরা সেই আদালতের নির্দেশনার একটি কপি পেতে এবং নির্দিষ্ট ইউআরএল-গুলো সম্পর্কে আমাদের জানাতে অনুরোধ করলে তৌসিফ শাহরিয়ার বলেন, তাঁরা আমাদের উচ্চ আদালতের নির্দেশ কপি এবং আইআইজে-কে তাঁদের পাঠানো চিঠির কপি দিতে পারেন না এবং এ বিষয়ে সহযোগিতা নিতে তিনি আইন বিশেষজ্ঞের সাহায্য নিতে পরামর্শ দেন৷'
‘ইতিমধ্যে আমরা সম্পূর্ণ বিষয়টি একজন আইন বিশেষজ্ঞের সাথে আলোচনা করি এবং জানতে পারি যদি উচ্চ আদালত বিটিআরসি-কে এমন কোনো নির্দেশ দিয়ে থাকে, তবে তারা অবশ্যই একটি নির্দিষ্ট ধারায় এবং নির্দিষ্ট রিটের পরিপ্রেক্ষিতেই দিয়েছে৷ আর এই নির্দেশনা সামহোয়্যার ইন কর্তৃপক্ষ সহ ২,০০,০০০ ব্লগার এবং সর্বসাধারণের জানার পূর্ণ অধিকার রয়েছে৷'
তৈৗসিফ শাহরিয়ার বৃহস্পতিবার বিটিআরসি-র সঙ্গে একটি বৈঠকের কথা বললেও পরে টেলিফোনে সেই বৈঠক বাতিল করেন বলে নোটিশে জানানো হয়৷
এ নিয়ে ডয়চে ভেলে কথা বলে বিটিআরসি-র সচিব এবং মুখপাত্র সরওয়ার আলমের সঙ্গে৷ তিনি বলেন, ‘‘আদালতের নির্দেশে কিছু ইউআরএল বন্ধ করতে বলা হয়েছে৷ তবে কোনোভাবেই পুরো সাইটটিকে ব্লক করার কোনো আদেশ দেয়া হয়নি৷ তাছাড়া যেসব পোস্ট ব্লক করতে বলা হয়েছে, সেগুলো ‘সেনসেটিভ'৷ তবে আইআইজে বা আইসপি সেটা করতে গিয়ে অদক্ষতার পরিচয় দিয়ে থাকতে পারেন৷ সে কারণে হয়ত কিছু জটিলতা হতে পারে৷''
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা কাজ করি আদালত বা আইন-শৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী৷ তাই আদালত কোন কোন ইউআরএল ব্লক করতে বলেছে, সেটা সম্ভবত আমাদের পক্ষে জানানো সম্ভব হবে না৷''
উল্লেখ্য, ১০ বছর আগে প্রতিষ্ঠিত এই ব্লগ সাইটটিকে বাংলাদেশে ব্লগিং-এর ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়৷