বিদ্যা বালান এর বিয়ের গুঞ্জন!
৩ আগস্ট ২০১১সেই কেচ্ছায় সর্বশেষ সংযোজন সিদ্ধার্থ রায় কাপুর৷ গত দু'দিন ধরে ইন্টারনেট এবং মিডিয়ায় গুঞ্জন, বিদ্যা বালান বিয়ে করেছেন৷ পাত্র ইউটিভি মোশন পিকচার্স এর সিদ্ধার্থ৷ শুধু বিয়ে নয়, নবদম্পতি নাকি এখন হানিমুনে আছেন৷ এই খবর শোনার পর টাইমস অফ ইন্ডিয়া হাজির হন সিদ্ধার্থের কাছে৷ তাঁর জবাব হচ্ছে, বিয়ের খবর সত্য নয়৷
বিদ্যা বালনের কাছের এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, বিদ্যা বর্তমানে মুম্বইয়ে অবস্থান করছেন৷ গুজব যেটা শোনা যাচ্ছে সেটা পুরোই মিথ্যা৷ আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যা ‘ডার্টি পিকচার' ছবির বাকি শুট্যিং শুরু করবেন বলেও খবরে প্রকাশ৷ বিদ্যা বালানের ম্যানেজার কে সঞ্জয় এই বিষয়ে জানিয়েছেন, ‘‘বাজে কথা''৷
বিয়ের গুঞ্জন নিয়ে বিদ্যা অবশ্য খানিকটা সান্তনা পেতে পারেন রানি মুখার্জির কাছ থেকে৷ একবার, দু'বার নয় অন্তত দশবার রানির বিয়ের খবর ছড়িয়েছিল ইন্টারনেটে৷ সেসব গুঞ্জনে অবশ্য পাত্র একজনই, আদিত্য চোপড়া৷
বলিউড তন্বী বিদ্যা বালন এর জন্ম ভারতের কেরালায়, ১৯৭৮ সালে৷ ভারতীয় চলচ্চিত্রে তাঁর আত্মপ্রকাশ, ‘‘ভালো থেকো'' নামক একটি বাংলা ছবির মাধ্যমে৷ ব্যতিক্রমী সব ভূমিকায় অভিনয়ের জন্য বিশেষ খ্যাতি রয়েছে এই তারকার৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন