1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাটক ফেঁদে বিপাকে জার্মান-রুশ তরুণী

২৬ এপ্রিল ২০১৯

সবাই জানত, তিনি ৬০ মিলিয়ন ইউরো মূল্যের সম্পত্তির উত্তরাধিকারী৷ কিন্তু বাস্তবে সব মিথ্যে৷ আসলে সাধারণ এক ট্রাকচালকের কন্যা আনা সোরোকিন৷

https://p.dw.com/p/3HUKX

প্রতারণা ও চুরির অপরাধে অভিযুক্ত আঠাশ বছরের জার্মান-রুশ তরুণী আনা সোরোকিন৷ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতে তিনি অভিযুক্ত হন৷

আনার বিরুদ্ধে অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ‘আনা ডেলভি' নামে তিনি বন্ধুবান্ধব ও বেশ কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা ধার করেন৷ আসল পরিচয় লুকিয়ে নিজেকে তুলে ধরেন জার্মানিতে বিপুল অর্থের অধিকারী হিসাবে

আগামী ৯ মে তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগের ভিত্তিতে সাজার পরিমাণ জানানো হবে৷ আনার আইনজীবী টড স্পোডেক জানান, প্রমাণিত অভিযোগের ভিত্তিতে ৫ থেকে ১৫ বছরের কারাদণ্ড পেতে পারেন তিনি৷

‘নকল মিলিয়নেয়ার' হয়ে যা করলেন আনা

জার্মানির এশভাইলার শহরে বেড়ে ওঠা আনা আসলে সাধারণ এক ট্রাকচালকের কন্যা৷ তাঁর আসল পদবি সোরোকিন৷ কিন্তু ‘মিলিয়নেয়ার' হওয়ার এই নাটক চালিয়ে যেতে তিনি ‘ডেলভি' পদবির আশ্রয় নেন৷ সবাইকে বলেন যে, তাঁর রয়েছে প্রায় ৬০ মিলিয়ন ইউরো মূল্যের উত্তরাধিকার সম্পত্তি৷

ভুয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন ব্যাংকের কাছে তিনি ২২ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চান৷ কিন্তু সেই ঋণ অনুমোদিত না হওয়ায় পর আরেক পরিচিতের কাছ থেকে এক লক্ষ মার্কিন ডলার ধার নেন তিনি৷ এই টাকাও কখনো শোধ করেননি আনা৷

বরং, মিথ্যা পরিচয়ের ভিত্তিতে নামিদামি রেস্তোরাঁ ও ক্লাবে তাঁকে দেখা যেত অ্যামেরিকার তাবড় তাবড় সেলিব্রেটিদের সাথে নাস্তা করতে৷ আনার নকল ‘ইন্সটাগ্রাম' অ্যাকাউন্টে ফলাও করে দেওয়া আছে সেই সব ছবিও৷

প্রতারণা ও চুরি ছাড়াও আনার ওপর রয়েছে মার্কিন ভিসার মেয়াদ পেরোনোর পরও সেখানে থেকে যাওয়ার অভিযোগ৷ ফলে, তাঁকে জার্মানিতে ফেরত পাঠিয়ে সেখানে বিচারকার্য সম্পন্ন করার সম্ভাবনাও রয়ে যাচ্ছে৷

এসএস/জেডএইচ (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য