1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানবন্দরে নাচের পার্টি

২৮ সেপ্টেম্বর ২০১৭

বিমানবন্দরে কানেক্টিং ফ্লাইট মিস করার অর্থই হলো বেজায় মেজাজ খারাপ হওয়া৷ আবার কখন দেখা মিলবে ফ্লাইটের, কে জানে! এতটা সময় কী করা যায় একথা ভেবেই যেন রাজ্যের ক্লান্তি ভর করে শরীরে৷

https://p.dw.com/p/2kqUM
ছবি: Youtube

‘রাগলেন তো হেরে গেলেন’ - সম্ভবত এই মন্ত্রে দীক্ষিত এক যাত্রীরই দেখা মিলল, যিনি ফ্লাইট মিস করেও মনের আনন্দে বিমানবন্দরে নাচতে শুরু করেছেন৷ অল্প সময়েই বেশ জমিয়ে ফেলেন তিনি৷ উচ্ছ্বল এই নারী অল্প সময়েই নাচের দলে ভিড়িয়ে ফেলেন অন্যান্য যাত্রী, বিমানবন্দরের কর্মী, এমনকি আশেপাশের দোকানদারদেরও৷

সম্প্রতি নর্থ ক্যারোলিনার চার্লোট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরে মাশহিদ মাজুজি নামে এক নারী কানেক্টিং ফ্লাইট মিস করেন৷ তাতে মেজাজ খারাপ না করে তাৎক্ষণিকভাবেই সময়টাকে উপভোগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি৷ শুরু করে দেন নাচ৷ তাঁর চমৎকার নাচে একে একে যোগ দিতে থাকেন অনেকেই৷ সবার অংশগ্রহণে উপভোগ্য হয়ে উঠেছিল সময়টা৷ জায়গাটি যে বিমানবন্দর, সেটিও ভুলে গিয়েছিলেন তাঁরা৷ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার দুদিনের মধ্যেই ৭৫ হাজারের বেশি মানুষ দেখে ফেলে এটি৷

শেষ সময়েও হাসিমুখেই পরের ফ্লাইট ধরতে দেখা যায় মাশহিদ মাজুজিকে৷

এএম/এসিবি