বিরোধিতা সত্ত্বেও আর্জেন্টিনায় গর্ভপাত বৈধ
ক্যাথলিক খ্রিস্টানদের একটি অংশের মতে গর্ভপাত বড় পাপ৷ গর্ভপাতের পক্ষের মানুষরা তুলে ধরছিলেন মানবিক অধিকারের প্রশ্ন৷ সেনেটের ভোটে গর্ভপাতের অধিকার বৈধতা পেয়েছে৷ ছবিঘরে বিস্তারিত...
গির্জার বিরোধিতা
এতদিন গর্ভপাতের বিরুদ্ধে কঠোর আইন ছিল আর্জেন্টিনায়৷ শুধু ধর্ষণের কারণে গর্ভধারণ এবং অন্তঃস্বত্ত্বার স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি দেখা দিলেই গর্ভপাত করা যেতো। এ মাসের শুরুতে আর্জেন্টিনার সংসদের নিম্নকক্ষ গর্ভধারণের ১৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত বৈধ করার বিল পাশ করে৷ প্রতিবাদ জানিয়ে এ বিল প্রত্যাহারের দাবি জানায় ক্যাথলিক গির্জা৷
বৈধ হলো গর্ভপাত
বুধবার আর্জেন্টিনার ন্যাশনাল কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে ১২ ঘণ্টা বিতর্কের পর ভোট হয়৷ সেখানে ৩৮-২৯ ভোটে গর্ভপাত বৈধতা পায়৷ একজন সেনেটর ভোট দেননি৷ভোটের ফলাফল জানার পর গর্ভপাতের পক্ষের শত শত মানুষ কংগ্রেসের বাইরে উল্লাসে ফেটে পড়েন৷
বাধভাঙা আনন্দ
দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে, অবশেষে এসেছে নিরাপদে গর্ভপাত ঘটানোর অধিকার- এ আনন্দে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে নেমেছে শত মানুষের মিছিল৷ বিজয়ের আনন্দে লাইট পোস্টে উঠে গেছেন এক নারী৷
আনন্দাশ্রু
গর্ভপাত বৈধ হওয়ার খবরে দুই নারীর চোখে অশ্রুধারা৷
আনন্দে আলিঙ্গন
সেনেটে ৩৮-২৯ ভোটে গর্ভপাত বৈধ করা আইন পাশ হওয়ার পর দুই নারীর আলিঙ্গন৷ আইনটি পাস হওয়ায় যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন তারা৷
নেত্রী
তখন ভোট চলছে সেনেটে৷ বাইরে গর্ভপাতের পক্ষের এবং বিপক্ষের হাজারো মানুষের ভীড়৷ মাইক হাতে নিয়ে গর্ভপাতের পক্ষের মানুষদের উজ্জীবিত রাখছেন এক নারী৷
আনন্দনৃত্য
সেনেট থেকে সুখবর পেয়ে গেছেন তিনি, তাই বুয়েন্স আইরেসের রাস্তায় আনন্দনৃত্য৷
‘গর্ভপাত চাই না’
সেনেটে ভোট শুরুর আগে গর্ভপাতবিরোধীদের মিছিলে প্রতীকী প্রতিবাদ৷