1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশেষ আদালতে শেখ হাসিনার দুই মামলার কার্যক্রম চলবে না

হারুন উর রশীদ স্বপন১০ জুলাই ২০০৮

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলোর অন্যতম নাইকো ও বার্জমাউন্টেড বিদুত্‌ প্রকল্পের মামলা৷ গত মাসে শেখ হাসিনার আইনজীবীরা মামলা দু'টির কার্যক্রম স্থগিত করার জন্য হাইকোর্টে রিট করেন৷

https://p.dw.com/p/Ea4M
প্রবাসে শেখ হাসিনা (ফাইল ফটো)ছবি: DW

রিটের প্রেক্ষিতে বিচারপতি মাসুদ হোসেন আহমেদ এবং বিচারপতি খাদেমুল ইসলাম মামলা দু'টির কার্যক্রম স্থগিত করে সরকারকে কারণ দর্শাতে বলেন৷ দুর্নীতি দমন কমিশন হাইকোর্টের ওই আদেশ বাতিলের জন্য সুপ্রিম কোর্টের আপীল বিভাগে আপীল করেন৷ কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বে আপীল বিভাগ দুর্নীতি দমন কমিশনের আইনজীবীর আবেদন গ্রহণ করেননি৷

বৃহস্পতিবার মামলা দু'টির কার্যক্রম দু' মাসের জন্য স্থগিতের আদেশ বহাল রাখেন আপীল বিভাগ৷ তবে সরকার পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা নিয়মিত আপিল করবেন৷

শেখ হাসিনার আইনজীবীরা জানিয়েছেন আপীল বিভাগের এই আদেশের ফলে বিশেষ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দু'টির কার্যক্রম চলবে না৷

অন্যদিকে সম্পদের হিসাব গোপন করায় বৃহষ্পতিবার সাবেক মন্ত্রী এবং আওয়ামীলীগ নেত্রী সাজেদা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন৷