বিশেষ আদালতে শেখ হাসিনার দুই মামলার কার্যক্রম চলবে না
১০ জুলাই ২০০৮বিজ্ঞাপন
রিটের প্রেক্ষিতে বিচারপতি মাসুদ হোসেন আহমেদ এবং বিচারপতি খাদেমুল ইসলাম মামলা দু'টির কার্যক্রম স্থগিত করে সরকারকে কারণ দর্শাতে বলেন৷ দুর্নীতি দমন কমিশন হাইকোর্টের ওই আদেশ বাতিলের জন্য সুপ্রিম কোর্টের আপীল বিভাগে আপীল করেন৷ কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বে আপীল বিভাগ দুর্নীতি দমন কমিশনের আইনজীবীর আবেদন গ্রহণ করেননি৷
বৃহস্পতিবার মামলা দু'টির কার্যক্রম দু' মাসের জন্য স্থগিতের আদেশ বহাল রাখেন আপীল বিভাগ৷ তবে সরকার পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা নিয়মিত আপিল করবেন৷
শেখ হাসিনার আইনজীবীরা জানিয়েছেন আপীল বিভাগের এই আদেশের ফলে বিশেষ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দু'টির কার্যক্রম চলবে না৷
অন্যদিকে সম্পদের হিসাব গোপন করায় বৃহষ্পতিবার সাবেক মন্ত্রী এবং আওয়ামীলীগ নেত্রী সাজেদা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন৷