বিশ্বকাপে ল্যাটিন আমেরিকার দেশগুলোর প্রাধান্য
৩০ জুন ২০১০ফুটবলে ইউরোপের সঙ্গে ল্যাটিন আমেরিকার লড়াই অনেক পুরনো বিষয়৷ মানের প্রশ্ন নিয়ে মতভিন্নতা রয়েছে, তবে বিশ্বকাপ ফুটবলে সংখ্যার বিচারে বরাবরই এগিয়ে ছিল ইউরোপ৷ কিন্তু এবার কোয়ার্টার ফাইনালে ল্যাটিন আমেরিকার চারটি দেশের বিপরীতে ইউরোপের দেশ মাত্র তিনটি৷ একদিকে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে৷ অন্যদিকে জার্মানি, হল্যান্ড ও স্পেন৷ আর কোয়ার্টার ফাইনালে আফ্রিকার প্রতিনিধি এবার ঘানা৷
যাই হোক, সকলের নজর এখন বৃহস্পতিবারের হল্যান্ড ও ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের দিকে৷ এবারের টুর্নামেন্টে ইউরোপের দেশগুলোর মধ্যে ডাচদের পারফরমেন্সই সবচেয়ে ভালো৷ অন্যদিকে ব্রাজিল সবসময় ফেভারিট হলেও অন্যবারের চেয়ে এবার তাদের দলটি অনেকটাই লো প্রোফাইলে থেকে গিয়েছে৷ কিন্তু দ্বিতীয় রাউন্ডে চিলিকে তারা যেভাবে ৩-০ গোলে হারালো তাতে মনে হচ্ছে ডুঙ্গার দল এবার সত্যিই কিছু একটা করে দেখাবে৷ এই নিয়ে কথা বলেছিলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জুয়েল রানার সঙ্গে৷ ব্রাজিল হল্যান্ড ম্যাচ সম্পর্কে তিনি বলেন, সামগ্রিক পারফরমেন্স হিসেবে আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো৷ কারণ শেষ ম্যাচে রক্ষণভাগ থেকে আক্রমনভাগ পর্যন্ত ব্রাজিলের যে পারফরমেন্স দেখিয়েছে তাতে তারা কিছুটা হলেও হল্যান্ড থেকে এগিয়ে৷ এবং তাদের খেলোয়াড়রা এই মুহুর্তে ভালো ফর্মে রয়েছে৷ তাদের খেলোয়াড়দের বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতাও বেশি৷
এবার কোয়ার্টার ফাইনালে বিগ ম্যাচ ধরা হচ্ছে জার্মানি-আজেন্টিনা ম্যাচটি৷ বালাকবিহীন জার্মানি যে ভালো খেলতে পারে তা এবার প্রমাণ করলো কোচ ইওয়াখিম ল্যোভের দল৷ অন্যদিকে জার্মানির বিরুদ্ধে জিততে হলে আর্জেন্টিনাকে মেসি নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে বলে মনে করছেন জুয়েল রানা৷
আর্জেন্টিনাকে প্রমাণ করতে হবে যে মেসির পারফরমেন্সই তাদের জেতার একমাত্র কারণ নয়৷ শেষ ম্যাচে তেভেজ যেভাবে গোল করল, সেরকম যদি আর্জেন্টিনার খেলোয়াড়রা দেখাতে পারে তাহলে মনে হচ্ছে বিশ্বকাপে দারুণ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আমরা উপভোগ করব৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক