‘বিশ্বজিত দিবস’
১৩ জানুয়ারি ২০১৩জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করে অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে৷ শনিবার পুরানো ঢাকায় বিশ্বজিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে এরশাদ এই অভিযোগ করেন৷ গত ৯ই ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে ছাত্রলীগের কর্মীদের হামলায় নিহত হন দরজি দোকান কর্মচারী বিশ্বজিত দাস৷ পুরানো ঢাকার ভিক্টোরিয়া পার্কের পাশে যে বিপণিকেন্দ্রে বিশ্বজিৎ হামলার শিকার হন, সেখানে গিয়ে ফুল দিয়ে বিশ্বজিতের প্রতি শ্রদ্ধা জানান এরশাদ৷ এ সময় এরশাদ বলেন, প্রতিদিন দেশে হত্যা, ধর্ষণ হচ্ছে৷ কিন্তু বিশ্বজিত হত্যা সবচেয়ে নিষ্ঠুর ও নির্মম৷ সকলে মিলে এ নিরীহ ছেলেটিকে চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে৷ বাংলাদেশের ১৬ কোটি মানুষ ও বিশ্ববাসী দেখেছে — কীভাবে তাকে হত্যা করা হয়েছে৷ অথচ এখন বলা হচ্ছে, তাঁর গায়ে কোপের কোনো চিহ্ন নেই৷ তদন্তকে ভিন্নভাবে ধাবিত করে অপরাধীদের বাঁচানোর চেষ্টা না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান এরশাদ৷
ভিক্টোরিয়া পার্কের পাশের চত্বরটির নামকরণ বিশ্বজিতের নামে করারও দাবি জানান এরশাদ৷ ৯ই ডিসেম্বরের দিনটিকে বিশ্বজিত দিবস হিসেবে ঘোষণা করে তা পালনে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান৷ এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান পুরানো ঢাকার হৃষিকেশ দাস লেনের বাসায় বিশ্বজিতের বাবা-মায়ের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান এবং ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেন৷ এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির চেয়ারম্যানের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ, চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন৷
এদিকে বিশ্বজিতের ভাই উত্তর কুমার দাশ ডয়চে ভেলেকে বলেছেন, ডাক্তারের দেয়া ময়না তদন্ত রিপোর্ট তারা প্রত্যাখ্যান করেছেন৷ পাশাপাশি অন্য অপরাধীদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাস্থলে যেসব পুলিশ সদস্য উপস্থিত ছিলেন তাদেরও বিচার দাবি করেন তিনি৷