1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিশ্বজিত দিবস’

সমীর কুমার দে, ঢাকা১৩ জানুয়ারি ২০১৩

বিশ্বজিতের হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ৷ পুরানো ঢাকায় বিশ্বজিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি একথা বলেন৷

https://p.dw.com/p/17J0H
An activist of the Bangladesh Nationalist Party (BNP) throws a piece of brick toward pro-government activists during a nationwide blockade in Dhaka December 9, 2012. Police fired rubber bullets and tear gas to disperse protesters staging blockades across Bangladesh on Sunday as part of an opposition campaign for an independent caretaker administration to oversee next year's national election. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
প্রতীকী ছবিছবি: Reuters

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করে অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে৷ শনিবার পুরানো ঢাকায় বিশ্বজিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে এরশাদ এই অভিযোগ করেন৷ গত ৯ই ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে ছাত্রলীগের কর্মীদের হামলায় নিহত হন দরজি দোকান কর্মচারী বিশ্বজিত দাস৷ পুরানো ঢাকার ভিক্টোরিয়া পার্কের পাশে যে বিপণিকেন্দ্রে বিশ্বজিৎ হামলার শিকার হন, সেখানে গিয়ে ফুল দিয়ে বিশ্বজিতের প্রতি শ্রদ্ধা জানান এরশাদ৷ এ সময় এরশাদ বলেন, প্রতিদিন দেশে হত্যা, ধর্ষণ হচ্ছে৷ কিন্তু বিশ্বজিত হত্যা সবচেয়ে নিষ্ঠুর ও নির্মম৷ সকলে মিলে এ নিরীহ ছেলেটিকে চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে৷ বাংলাদেশের ১৬ কোটি মানুষ ও বিশ্ববাসী দেখেছে — কীভাবে তাকে হত্যা করা হয়েছে৷ অথচ এখন বলা হচ্ছে, তাঁর গায়ে কোপের কোনো চিহ্ন নেই৷ তদন্তকে ভিন্নভাবে ধাবিত করে অপরাধীদের বাঁচানোর চেষ্টা না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান এরশাদ৷

Arun Chowdhury (4726, Bengalische Redaktion, southasia@dw-world.de) wuenscht die Einstellung eines Bildes in die DW-Online-Datenbank. Gewuenschter Titel des Bildes: H. M. Ershad, ehemaliger Präsident von Bangladesch Gewuenschte Bildbeschreibung Siehe oben Gewuenschte Schlagworte: Ershad, Bangladesh Uebertragung der Rechte dieses Bildes an DW-Online I, Abul Kalam Azad, took this picture and am expressly allowing DW-online to use it.
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদছবি: DW

ভিক্টোরিয়া পার্কের পাশের চত্বরটির নামকরণ বিশ্বজিতের নামে করারও দাবি জানান এরশাদ৷ ৯ই ডিসেম্বরের দিনটিকে বিশ্বজিত দিবস হিসেবে ঘোষণা করে তা পালনে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান৷ এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান পুরানো ঢাকার হৃষিকেশ দাস লেনের বাসায় বিশ্বজিতের বাবা-মায়ের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান এবং ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেন৷ এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির চেয়ারম্যানের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ, চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন৷

এদিকে বিশ্বজিতের ভাই উত্তর কুমার দাশ ডয়চে ভেলেকে বলেছেন, ডাক্তারের দেয়া ময়না তদন্ত রিপোর্ট তারা প্রত্যাখ্যান করেছেন৷ পাশাপাশি অন্য অপরাধীদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাস্থলে যেসব পুলিশ সদস্য উপস্থিত ছিলেন তাদেরও বিচার দাবি করেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য