1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের ঘুরে বেড়ানোর সুযোগ অনেক

৯ জানুয়ারি ২০১২

জার্মানিতে ছাত্র-ছাত্রীদের জন্য ঘোরাঘুরি করা খুবই সহজ এবং খুব বেশি পয়সাও খরচ হয় না৷ কিন্তু কত দ্রুত কোথায় যাওয়া যায়? সস্তায় কোথায় রাত কাটানো যায়?

https://p.dw.com/p/13gIR
জার্মানিতে প্রায় প্রত্যেক শিজ্ক্ষার্থীর সাইকেল আছেছবি: Franz Huber Kartographie

জার্মানিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে কেউ অথচ কোন সাইকেল তার নেই, এটা প্রায় অসম্ভব ব্যাপার৷ কারণ শতকরা ৯৯ শতাংশ ছাত্র-ছাত্রীরই সাইকেল আছে বা থাকে৷ বাস বা ট্রামের জন্য কেউই অপেক্ষা করতে রাজি নয়৷ গ্রীষ্মকালে বদ্ধ বাসে কোন ছাত্র-ছাত্রীই উঠতে আগ্রহী হবে না৷ এছাড়া সাইকেলে অনেক দ্রুত বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো সম্ভব৷ বেড়াতে যাবার জন্য অন্য ব্যবস্থা৷ কোচে বা ট্রেনে কোথাও বেড়াতে যেতে হলে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সবসময়ই ভাড়া কম রাখা হয়৷

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এলেনা জানাল: ‘‘সবকিছুর অভিজ্ঞতা থাকা চাই৷ চাই নতুন বন্ধু-বান্ধব৷ পরিচিত হতে চাই নতুন সংস্কৃতির সঙ্গে৷''

আরেক ছাত্র বলল: ‘‘পড়াশোনার জন্য সারাক্ষণই ঘোরাঘুরি করতে হয়৷ সারাক্ষণই এটা-সেটা বন্ধু-বান্ধবীদের সঙ্গে আনা-নেয়া করতে হয়৷''

আরেক ছাত্রীর ভাষ্য: ‘‘ফ্লেক্সিবল হতে হবে, চলাফেরা যেন স্বচ্ছন্দে করা যায় সেই ব্যবস্থা থাকতে হবে৷ এক জায়গা থেকে অন্য জায়গায় কত দ্রুত এবং সহজে যাওয়া সম্ভব তার জন্য সবসময় তৈরি থাকতে হবে৷''

Autolib, Paris
ঘোরাঘুরির জন্য কার শেয়ারিং বেশ জনপ্রিয়ছবি: Fabernovel

এই দ্রুত চলাফেরা করাটা জার্মানিতে পড়াশোনার জন্য খুবই জরুরি৷ কারণ জার্মানির অনেক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্টুডেন্ট ডর্ম থেকে দূরে৷ লাইব্রেরিও হয়ত কাছে নয়৷ হেঁটে যেতেই লাগবে ২০ মিনিট৷ তখন চলাফেরার একমাত্র সহজ মাধ্যম হল প্রিয় সাইকেল৷ সেকেন্ড হ্যান্ড সাইকেলের দাম পাঁচ ইউরো থেকে দু'শো ইউরো পর্যন্ত হতে পারে৷ তাই বিদেশি ছাত্র-ছাত্রীরা কম দামে বেছে নেয় সাইকেল৷ তবে জার্মান ছাত্র-ছাত্রীদের বেলায় কথাটা ভিন্ন৷ যাদের সঙ্গতি আছে তারা গাড়ি কিনে নেয়৷ গাড়িতেই আসা যাওয়া করে৷ তবে তাদের সংখ্যা খুবই কম৷ অস্ট্রেলিয়ার ছাত্র পিটার কি মাটুৎসাক বলল: ‘‘দেশে সাইকেল চালানোটা খুব বেশি সুবিধজনক নয়৷ কারণ সিডনি শহরটি বিশাল৷ এখানে সাইকেলে করে কেউ যদি কোথাও যাওয়ার কথা ভাবে তাহলে তাকে প্রতিদিন কয়েক ঘন্টা শুধু সাইকেলের ওপরেই থাকতে হবে৷ গাড়ির পাশাপাশি দ্রুত বেগে সাইকেল চালানোও নিরাপদ নয়৷ তাই আমি যখন জার্মানিতে প্রথম আসি রাস্তায় এত সাইকেল দেখে সত্যিই বেশ অবাক হয়েছিলাম৷''

জার্মানিতে সাইকেলের জন্য প্রতি রাস্তায় আলাদা জায়গা করা আছে৷ সেই সরু পথে কোন গাড়ি উঠতে পারে না বা কোন পথচারীর হাঁটা নিষেধ৷ তবে সব দেশে এই ব্যবস্থা নেই৷ অ্যামেরিকা থেকে এসেছে মিরান্ডা৷ গাড়ি ছাড়া সে এক পা-ও চলতে পারে না৷ মিসৌরির মেয়ে মিরান্ডা বলছে: ‘‘মিসৌরিতে রাস্তায় শুধু গাড়ি দেখা যাবে৷ জার্মানিতে চলাফেরার কত ধরণের মাধ্যম, কত সুযোগ-সুবিধা৷ আর সবকিছু কত কাছে৷''

Junge Leute mit Rucksack
পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরাছবি: Picture-Alliance /dpa

অ্যামেরিকায় সবকিছুই অনেক দূরে দূরে৷ সেই তুলনায় জার্মানিতে সবকিছুই অনেক কাছে৷ দেশগুলোও কাছে৷ জার্মানির নয়টি প্রতিবেশী দেশ৷ কয়েক ঘন্টার মধ্যেই নয়টি দেশের মধ্যে যে কোন একটি দেশে পৌঁছানো সম্ভব৷ মিরান্ডা ১৬ট দেশ ভ্রমণ করে ফেলেছে৷ কখনো কার-শেয়ারিং-এ, কখনো প্লেনে অথবা ট্রেনে৷ অস্ট্রেলিয়ার ছাত্র পিটার কার শেয়ারিং করে অনেক দেশ ঘুরেছে৷ বিশেষ করে উইকএন্ডে সবসময়ই কোথাও না কোথাও যাওয়া হয়েছে৷ পিটার বলছে: ‘‘কার শেয়ারিং-এর সাহায্যে অত্যন্ত কম খরচে যে কোন জায়গায় যাওয়া যায়৷ বিশেষ করে ট্রেন বা প্লেনের চেয়ে এই কার শেয়ারিং অত্যন্ত সস্তা৷ আমরা কয়েকজন ছাত্র-ছাত্রী মিলে গাড়ি ভাড়া করে অথবা কখনো ইন্টাররেলের সাহায্যে জার্মানিতে ঘুরেছি৷ কার শেয়ারিং সবসময়ই ব্লাইন্ড বুকিং- এর মত৷ আমি আনন্দের সঙ্গেই তা করি৷''

ব্লাইন্ড বুকিং হল খুব সস্তায় ইউরোপের দশটি বিমানবন্দরে যাওয়ার টিকিট একসঙ্গে কেনা৷ এর অর্থ হল দশটি দেশ একসঙ্গে ঘোরা৷ এর জন্য খুব বেশি টাকার প্রয়োজন নেই তবে প্রয়োজন অনেক সময়ের৷ ইন্টাররেইলের সাহায্যে সস্তায় ট্রেনের টিকিট কেনা যায়৷ তবে তা নির্দিষ্ট গন্তব্যস্থলের জন্য৷

এশিয়া বিশেষজ্ঞ নিকলাস জানান, ছাত্র-ছাত্রীরা এখন শুধু ইউরোপেই ঘোরাঘুরি করতে চায় না৷ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিও তাদের আগ্রহ বাড়ছে৷ নিকলাম জানালেন: ‘‘ছাত্র-ছাত্রীদের নতুন এই প্রজন্ম এশিয়ার বিভিন্ন দেশ ঘুরে দেখতে চায়৷ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আগামী কয়েক বছরে বেড়াতে যাওয়ার জন্য এশিয়ার বিভিন্ন দেশকেই ছাত্র-ছাত্রীরা বেছে নেবে৷ ইউরোপের প্রতি কেউ আর তেমন আগ্রহ দেখাবে না৷ অ্যামেরিকাও অনেকের তালিকার শীর্ষে অবস্থান করছে অনেক দিন থেকেই৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য