1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেসামরিক প্রাণহানি রুখতে সিরিয়ার প্রতি আহ্বান

২৯ অক্টোবর ২০১১

আরব লিগ সিরিয়া সরকারের প্রতি একটি জরুরী বার্তা পাঠিয়েছে৷ বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে সেদেশের প্রতি আহ্বান জানিয়েছে এই লিগ৷

https://p.dw.com/p/131am
ছবি: picture-alliance/dpa

সিরিয়ায় সর্বশেষ ৩৭ প্রতিবাদকারী নিহত হওয়ার পর এই আহ্বান জানাল আরব লিগ৷ সেদেশের হোমস এবং হামা শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে৷ আন্দোলনকারীরা সিরিয়ায় উড়াল নিষেধাজ্ঞা জারির জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে৷ হোমস এর বাসিন্দারা রয়টার্সকে জানান, আমরা সিরিয়ার আকাশে উড়াল নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছি৷ গণতন্ত্রপন্থীরা আন্তর্জাতিক সমাজের সহায়তা চেয়ে বিভিন্ন ব্যানারও বহন করছে৷ বলাবাহুল্য, লিবিয়ায় উপর আন্তর্জাতিক সমাজের জারি করা উড়াল নিষেধাজ্ঞা কার্যকর করে ন্যাটো৷

শনিবারও হোমস শহরে ট্যাংক এবং ভারি মেশিনগান ব্যবহার করেছে সরকারি সেনারা৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর দাবি, সিরিয়ার সেনাবাহিনী ত্যাগ করা যোদ্ধাদের হামলায় শুক্রবার রাতে প্রাণ হারায় ১৭ সরকারি সেনা৷

Flash-Galerie Syrien Proteste Oktober 2011
আসাদ বাহিনীর হাত থেকে রক্ষা পেতে নো ফ্লাই জোন চায় বিক্ষোভকারীরাছবি: picture-alliance/dpa

প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে গত মার্চ মাস থেকে আন্দোলন চলছে সিরিয়াতে৷ গণতন্ত্রপন্থীদের এই আন্দোলনে প্রাণ হারিয়েছে তিন হাজারের বেশি মানুষ৷ বাশার এর প্রশাসন অবশ্য বলছে, সশস্ত্র গুণ্ডারা অশান্ত পরিবেশ তৈরি করেছে এবং বিদেশি চরমপন্থীরা পরিস্থিতি আরো ঘোলাটে করার চেষ্টা করছে৷

শুক্রবার আরব লিগের সিরিয়া বিষয়ক মন্ত্রীপর্যায়ের কমিটি একটি বিবৃতি প্রকাশ করে৷ বর্তমান সংকট নিরসনে রবিবার কাতারে সিরিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবে আরব লিগ৷ মন্ত্রীপর্যায়ের কমিটি আরো জানিয়েছে, বুধবার সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে খোলামেলা এবং বন্ধুত্বপূর্ণ আলোচনায় অংশ নেয় কমিটির সদস্যরা৷ আরব লিগ সিরিয়ার প্রশাসনের উপর ব্যাপক চাপ সৃষ্টিতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

উল্লেখ্য, বিদেশি সাংবাদিকদের পক্ষে সিরিয়া থেকে সংবাদ পরিবেশন একরকম অসম্ভব৷ তাই, সেখানকার পরিস্থিতি স্বাধীনভাবে মূল্যায়ন করতে পারছেনা আন্তর্জাতিক গণমাধ্যম৷ সিরিয়ার রাজধানী দামেস্ক ও হোমস শহরের অংশ বিশেষে ইন্টারনেট এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ রয়েছে৷ তাসত্ত্বেও সামাজিক যোগাযোগ সাইটগুলোতে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছে গণতন্ত্রপন্থীরা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য