ব্রাজিল না আর্জেন্টিনা? ম্যারাডোনা না পেলে?
২৭ নভেম্বর ২০২০এবারের পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যারাডোনারসাক্ষাৎকার নেয়া ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার ও বাংলাদেশের অন্যতম সেরা স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম৷ এবারের আলোচনার প্রশ্ন ছিল বাংলাদেশে কে বেশি জনপ্রিয়? পেলে, নাকি ম্যারাডোনা? ম্যারাডোনাই কি সর্বকালের সেরা?
এপ্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ আসলাম বলেন, ‘‘পেলে অবশ্যই সর্বজনশ্রদ্ধেয় একজন ফুটবলার৷ উনার জায়গায় ওনাকে স্যালুট৷ কিন্তু আশির দশকে ম্যারাডোনা যেভাবে নতুন করে ফুটবলের একটি ধারা সৃষ্টি করে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন, তাঁকে সম্মান জানাতেই হবে৷ যে ক্রীড়াশৈলী তিনি শুরু করেন, তা একেবারে শিল্পীর তুলিতে তৈরি কোনো চিত্রের সমান৷''
ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার এর জবাবে বলেন, ‘‘এই বিতর্কের কোনো শেষ নেই৷ এর উত্তর ম্যারাডোনা নিজে দিয়েছেন৷ তিনি বলেন পেলে আমার সমকক্ষ হবেন সেদিন, যেদিন তিনি নাপোলির মতো ছোট ফুটবল ক্লাবে গিয়ে খেলে চ্যাম্পিয়ন হবেন৷ আমার মনে হয় আমিই সর্বসেরা৷ অনেকটা মোহাম্মদ আলির মতন৷ গ্যারি লিনেকার বলেছিলেন, সর্বকালের সেরা খেলোয়াড় ম্যারাডোনা৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও তাই বলেছেন৷ আমিও দ্বিমত করিনা৷ আমার ভোট ম্যারাডোনার পক্ষেই৷''
এছাড়া কথায় কথায় ওঠে বাংলাদেশের সাধারণ জনতার মধ্যে ব্রাজিল বনাম আর্জেন্টিনাকে সমর্থন করার যে উন্মাদনা, তার প্রসঙ্গ৷ এর ভিত্তি আসলে কতটুকু, প্রশ্ন রাখেন সঞ্চালক৷
দিলু খন্দকার বলেন, ‘‘প্রতি বিশ্বকাপ আসলেই এই কথার উত্তর দিতে হয় আমায়৷ যে বিশ্বকাপ না খেলেও কেন এত উন্মাদনা আমাদের দেশে? ব্রাজিলের সাংবাদিকদের কাছে আমি এই মর্মে সাক্ষাৎকার দিয়েছি৷ ১৯৮৬ বিশ্বকাপের আগে ব্রাজিলের সমর্থক দেশে বেশি ছিল৷ এই বিশ্বকাপ প্রথম টেলিভিশনে লাইভ দেখানো হয়েছিল, তাও নতুন আসা রঙিন টিভিতে৷ ম্যারাডোনা-জাদু দেখার পর সবাই ভাবতে শুরু করেছিল যে মারাদোনা আসলে আমাদেরই লোক, আর্জেন্টিনা আমাদেরই দল৷ উচ্চতায় উঠেছিল আর্জেন্টিনা-ম্যারাডোনা প্রেম৷ আর কোনো খেলার ক্ষেত্রে মানুষ নিরপেক্ষ হতে পারেনা৷ একটা ম্যাচ দেখতে গিয়ে তা হতেই পারেনা৷ আপনাকে পক্ষ নিতেই হবে৷ দুটো বড় দলের লাইভ খেলা দেখলে এটা হবেই৷ এটাই খেলার ধর্ম৷''
বাংলাদেশের শীর্ষ স্ট্রাইকার আসলামও অনেকটা সহমত পোষণ করেন৷ যদিও তিনি এই প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচকভাবে দেখেন৷ তাঁর মত, ‘‘আমরা যারা খেলি বা খেলা দেখি, তারা জানি যে এই খেলাটা ‘গ্রেট এন্টারটেইনার'৷ এই যুদ্ধটা চিরাচরিতভাবে চলে এসেছে৷ বংশপরম্পরায় লোকে কোনো একটি দলকে সাপোর্ট করে আসে৷ এই যুদ্ধকে আমি ইতিবাচক মনে করি৷ এর থেকে বাংলাদেশের নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে৷''
এবারের পর্বে আসলাম বলেন কীভাবে তিনি ম্যারাডোনার ক্রীড়াশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে তা নিজের খেলায় প্রয়োগ করেছেন৷ দিলু খন্দকার দর্শকদের সামনে তুলে ধরেন ১৯৯৪ সালের বিশ্বকাপের সময় ম্যারাডোনার সাথে তাঁর সাক্ষাতের স্মৃতি৷
এসএস/জেডএইচ