1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ব্রাজিলের ডোনাল্ড ট্রাম্প' প্রেসিডেন্ট হচ্ছেন

২৯ অক্টোবর ২০১৮

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে জয়ী হয়েছেন জাইয়া বলসোনারো৷ বিভিন্ন বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গির জন্য ‘ব্রাজিলের ডোনাল্ড ট্রাম্প' হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি৷

https://p.dw.com/p/37ImJ
Brasilien Wahlen - Jubel bei den Bolsonaro-Anhängern
ছবি: Reuters/P. Olivares

সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন চরম ডানপন্থি বলসোনারো ওয়ার্কার্স পার্টির ফ্যার্নান্ডু হাডাডকে হারিয়েছেন৷ রবিবার অনুষ্ঠিত নির্বাচনে বলসোনারো ৫৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন৷

তাঁর জয়ের কারণে দক্ষিণ অ্যামেরিকা আরেকটি ডানপন্থি সরকার পেতে যাচ্ছে৷

নির্বাচনে জয়ের পর বলসোনারো সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে বলেন, ‘‘আমরা কমিউনিজমের সঙ্গে প্রেমের ভান করা চালিয়ে যেতে পারি না৷ আমরা ব্রাজিলের ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছি৷''

‘সংবিধান, গণতন্ত্র ও স্বাধীনতা' রক্ষায় কাজ করবেন এমন অঙ্গীকার করে তিনি বলেন, ‘‘এটা কোনো দলের অঙ্গীকার নয়, নয় একক কোনো ব্যক্তির কথা৷ এটা বিধাতাকে সামনে রেখে নেয়া একটি শপথ৷''

ব্রাজিল কংগ্রেসের সাবেক সদস্য বলসোনারো নির্বাচনি প্রচারণার সময় নিজেকে ভোটারদের কাছে একজন দুর্নীতিবিরোধী প্রার্থী হিসেবেতুলে ধরতে সমর্থ হন৷

বলসোনারোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফ্যার্নান্ডু হাডাডের ওয়ার্কার্স পার্টির নাম দুর্নীতিতে জড়িয়ে পড়ায় দুর্নীতিবিরোধী অবস্থান নিয়েছিলেন বলসোনারো৷

দুর্নীতির কারণে ওয়ার্কার্স পার্টি থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া লুইস ইনাসিও লুলা ডা সিলভা বর্তমানে জেলে রয়েছে৷

উল্লেখ্য, নির্বাচনি প্রচারণার সময় একবার ছুরিকাহত হয়েছিলেন ৬৩ বছর বয়সি বলসোনারো৷

সমকামীদের বিরুদ্ধে শক্ত মনোভাব, নারীদের নিয়ে বৈষম্যমূলক বক্তব্য দেয়া, দেশটির কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করা এবং ১৯৬৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ব্রাজিলে ক্ষমতায় থাকা সামরিক সরকারের প্রতি সমর্থনের কারণে সমালোচিত হয়েছিলেন বলসোনারো৷ এসব কারণে তিনি ‘ব্রাজিলের ডোনাল্ড ট্রাম্প' কিংবা ‘ট্রপিক্যাল ট্রাম্প' হিসেবে পরিচিতি পেয়েছেন৷

আগামী বছর, অর্থাৎ ২০১৯ সালের ১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বলসোনারো৷

জেডএইচ/এসিবি (এপি, এএফপি)