বড়দিনে ন্যাশভিলে বিস্ফোরণের তদন্ত চলছে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে ২৫ ডিসেম্বর সকালে বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছে৷ হামলার ঘটনা পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ৷
ন্যাশভিল ডাউনটাউনে বিস্ফোরণ
স্থানীয় সময় ভোরে ন্যাশভিলের ডাউনটাউন ১৬৬ সেকেন্ড এভিনিউতে বোমা বিস্ফোরণ হয়৷ আহত হয়েছে পুলিশ কর্মকর্তাসহ তিনজন৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন৷
ঘটনা পূর্ব পরিকল্পিত
এই ঘটনা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ৷
জরুরি ফোন
শুক্রবার সকালে ন্যাশভিল ডাউনটাউন থেকে ৯১১ এ জরুরি কল আসে৷ জানানো হয় সেখানে গোলাগুলি হচ্ছে৷ সেখানে গেলে একটি রেসিডেনশিয়াল ভেইকেল (আরভি) দেখতে পায় পুলিশ৷ কিন্তু গোলাগুলির প্রমাণ পায়নি৷
বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট
পুলিশ কর্মকর্তারা ওই এলাকায় অস্বাভাবিকতা লক্ষ্য করেন৷ পুলিশ বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়৷ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিস্ফোরিত হয় আরভিটি৷
আহতরা শংকামুক্ত
এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছে৷ আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ৷
শুরু হয়েছে তদন্ত
ঘটনার তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে৷ স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে যোগ দিয়েছে এফবিআই, ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো অ্যান্ড ফায়ারআর্মসসহ (এটিএফ) কেন্দ্রীয় সংস্থাগুলো৷
সাধারণের চলাচল বন্ধ
তদন্তের স্বার্থে ঘটনার পর ঘটনাস্থলসহ সংশ্লিষ্ট এলাকায় যান ও সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়৷
আগুন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় সবকিছুই জ্বলছিল৷ সেকেন্ড অ্যাভিনিউতে আর কিছুই অবশিষ্ট নেই৷
ট্রাম্প ও বাইডেনকে অবগত
বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনার পরপরই এ সম্পর্কে জানানো হয়। দু’জনেই পুলিশের ভূমিকায় সন্তুষ্ট বলে বিবৃতি দিয়েছেন৷
বিস্ফোরকের ধরন
ব্যবসায়িক দপ্তর ও বাড়ি মিলিয়ে প্রায় ৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ওই আরভি-তে কী ধরনের বিস্ফোরক ছিল, তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা৷
বাড়িতে বাড়িতে জিজ্ঞাসাবাদ
ওই এলাকায় তল্লাশি চালিয়ে বম্ব স্কোয়াড আর কোন বিস্ফোরকের সন্ধান পায়নি৷ বাড়িতে-বাড়িতে জিজ্ঞাসাবাদও চালিয়েছে পুলিশ৷
বিমান চলাচল বন্ধ
বিস্ফোরণের কারণে শহরের টেলি-যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ঘটনার পর-পরই শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়৷