ভারত-পাক ‘মৈত্রীতে’ ক্রিকেট
১৭ মার্চ ২০১৬ইংরেজিতে হ্যাশট্যাগ #প্রোফাইলসফরপিস৷ না, ঠিক গতকাল এটির সৃষ্টি হয়নি৷ বেশ কয়েকমাস ধরে সোশ্যাল মিডিয়াতে ব্যবহৃত হ্যাশট্যাগটি গতকাল নতুন মাত্রা পেয়েছে৷ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের দিনে মার্ক সাকারবার্গ সেটিকে দিয়েছেন নতুন মাত্রা৷ বুধবার তিনি লিখেছেন, ‘‘ফেসবুকে ভারত এবং পাকিস্তানে বেশ মজার কিছু একটা ঘটছে এখন৷''
সাকারবার্গের স্ট্যাটাসে ব্যবহার করা হয়েছে #প্রোফাইলফরপিস হ্যাশট্যাগটি৷ তিনি দেখাতে চেয়েছেন, ক্রিকেট কিভাবে দু'টি দেশের মধ্যে বন্ধন গড়ছে, আর তাতে বড় ভূমিকা রাখছে ফেসবুক৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগটি ব্যবহার করে ছবি প্রকাশ করেছেন অনেকে:
বলাবাহুল্য, পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরি সম্পর্ক সবারই জানা৷ মাঝেমাঝেই দু'দেশের সীমান্তে গোলাগুলি, প্রাণহানির ঘটনা ঘটছে৷ কাশ্মীর ইস্যুতে তাদের বিবাদ চরমে উঠতে পারে যেকোনো সময়৷
এমনকি বর্তমানে ভারতে অনুষ্ঠানরত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছিল জটিলতা৷ নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের কিছু জায়গায় খেলতে রাজি হয়নি পাকিস্তান৷ শেষমেশ তাদের আপত্তি আমলে নিয়ে খেলার ভেন্যু পরিবর্তন করা হয়৷ তাই শনিবার দু'দলের মধ্যকার খেলাটি হচ্ছে কলকাতায়, ধর্মশালায় নয়৷