1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবি শঙ্করের চিরবিদায়

মারুফ আহমদ১৩ ডিসেম্বর ২০১২

ভারতীয় ধ্রুপদী সংগীত জগতের এক মহিরুহ পণ্ডিত রবি শঙ্কর মঙ্গলবার ৯২ বছর বয়সে চিরবিদায় নিলেন৷ শুধু ভারতেই নয়, পশ্চিমা সংগীত জগতেও তিনি পেয়েছেন অসামান্য সাফল্য ও জনপ্রিয়তা৷

https://p.dw.com/p/171Uw
BOMBAY, INDIA: India sitar player Pandit Ravi Shankar(R) looks on as his wife Sukanya caresses a lamb named 'Masoom' rescued from the abattoir in Bombay,01 April 2004. Grammy Award winner Shankar announced his support for People for the Ethical Treatment of Animals (PETA) India's initiative to file a case in the Supreme Court versus the Union of India,and each state-level government and Animals Walfare Boards of India forn failure to alleviate the sufferings on animals in the nation's leather and meat industries. AFP PHOTO/Sebastian D'SOUZA (Photo credit should read SEBASTIAN D'SOUZA/AFP/Getty Images)
ছবি: Getty Images

সেতার সম্রাট পণ্ডিত রবি শঙ্কর, ভারতীয় ধ্রুপদী সংগীতের শিকড়কে শক্ত হাতে ধরে রেখে পশ্চিমের সংগীত জগতকে গ্রহণ করেছেন দক্ষতার সাথে৷ পেয়েছেন বিশ্ব খ্যাতি ও সাফল্য৷ তিনি সূচনা করেছেন বিশ্ব সংগীতে এক নতুন অধ্যায়৷

কিংবদন্তি পণ্ডিত রবি শঙ্করের জন্ম ১৯২০ সালে ভারতের বেনারস শহরে৷ ওস্তাদ আলাউদ্দীন খানের কাছে সেতারে তাঁর হাতেখড়ি৷ সেতারে শিক্ষা লাভের পর ৪০'এর দশকের মাঝামাঝি সময় থেকে সুরকার হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি৷ ৪৯ থেকে ৫৬ সাল পর্যন্ত তিনি ছিলেন অল ইন্ডিয়া বেতারের সংগীত পরিচালক৷ পঞ্চাশের শেষার্ধ থেকে ইউরোপ ও অ্যামেরিকায় সেতার কনসার্ট পরিবেশন শুরু করেন এই ‘ভারত রত্ন'৷ এ সমস্ত কনসার্টের মধ্য দিয়ে সাফল্যের সাথে তিনি ভারতীয় ঐতিহ্যবাহী ধ্রুপদী সংগীত পৌঁছে দেন বিশ্ব সংগীতের দরবারে৷

Music Sitar & Tabla, Ravi Shankar, Allah Rakah Keine Verwendung in China, Taiwan, Macao und Hongkong
ছবি: picture alliance / © Bruce Coleman/Photoshot.

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অসহায় নিপীড়িত জনগণের সাহায্যার্থে এগিয়ে আসেন পণ্ডিত রবি শঙ্কর৷ বিশ্ব বিখ্যাত সংগীত গোষ্ঠী বিটলস-এর সদস্য প্রয়াত জর্জ হ্যারিসনের সহায়তায় নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বিশ্বখ্যাত সংগীত তারকাদের নিয়ে পণ্ডিত রবি শঙ্কর আয়োজন করেন এক বিরাট ‘চ্যারিটি' সংগীতানুষ্ঠান, ‘কনসার্ট ফর বাংলাদেশ'৷ এই অনুষ্ঠানে পণ্ডিত রবি শঙ্করের সেতার পরিবেশনা মুগ্ধ করে অসংখ্য অনুরাগীদের৷

ষাটের দশকে দিকপাল বেহালা বাদক ইয়েহুদ মেনুহিন-এর সঙ্গে তাঁর ঐতিহাসিক কনসার্ট, ‘ওয়েস্ট মিটস ইস্ট' – ‘পাশ্চাত্যের সাথে প্রাচ্যের মিলন' বিশ্বসংগীতাঙ্গনে বিপুল সড়া জাগিয়েছিল৷ ১৯৬৭ সালে এই অ্যালবামের জন্য দু'জনেই গ্র্যামি পুরস্কারে ভূষিত হন৷ ভারত রত্ন, তিনবার গ্র্যামি সহ আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বিশ্ব সংগীত জগতের এই মহানায়ক পণ্ডিত রবি শঙ্কর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য