ভারতে বন্যায় ১০০ জনের মৃত্যু
চলতি বর্ষায় ভারতে গড় বৃষ্টিপাত গত ২৫ বছরের রেকর্ড ছাড়িয়েছে৷ ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় এরইমধ্যে উত্তর প্রদেশ ও বিহারে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে৷
অস্বাভাবিক বর্ষণ
ছবিতে ভারতের পাটনার জলাবদ্ধ একটি এলাকা দেখা যাচ্ছে৷ সাধারণত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই ভারি বর্ষণ হয় এখানে৷ অক্টোবরের শুরু থেকে তা কমতে শুরু করে৷ তবে চলতি বছর বৃষ্টিপাত অন্যান্য বছরের চেয়ে বেশি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা৷
প্রাণহানি
পাটনার একজন অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে৷ ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই শহরের মানুষরাই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন৷ এরই মধ্যে সেখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে৷
উদ্ধার তৎপরতা
স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-এর উদ্ধারকর্মীদের বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে দেখা যাচ্ছে৷ ছবিটি পাটনার বাহাদুরপুর থেকে তোলা৷ সেখানে এমন কিছু নৌকার মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা৷
ডুবন্ত শহর
বন্যার পানিতে ডুবে গেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজের ঘরবাড়ি৷ গত কয়েক সপ্তাহের ভারি বর্ষণে সেখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে৷ মৌসুমের শেষে এসে এত বৃষ্টিপাত অবাক করেছে পরিবেশবিদদের৷ জলবায়ু পরিবর্তনই আবহাওয়ার এই বিরূপ আচরণের কারণ বলে মনে করছেন তারা৷
জলাবদ্ধ হাসপাতাল
পাটনার নালন্দা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের জলাবদ্ধ একটি ওয়ার্ডের চিত্র৷ ভারি বর্ষণে তলিয়ে গেছে এই অঞ্চলের রাস্তাঘাট, হাসপাতাল আর বাড়িঘর৷ এই দুর্যোগে গত তিন দিনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০০ জন৷
উদ্ধারের আকুতি
বিহার রাজ্যের পাটনায় বন্যাক্রান্ত মানুষটি নিরাপদ স্থানে যাওয়ার জন্য সাহায্য চাচ্ছিলেন৷ সেখানকার বেশিরভাগ মানুষই এখন এমন বিপর্যয়ের মধ্যে ঝুঁকি নিয়ে বসবাস করছেন৷ আসছে দিনগুলোতে প্রাণহানিতাই আরো বাড়তে পারে৷