কুমোরটুলির দশভূজারা
২১ জুন ২০১২কলকাতার পটুয়াপাড়ায় মহিলা মৃৎশিল্পীরা পুরুষদের তুলনায় এখনও সংখ্যায় অনেক কম৷ মাটির কাজ, বিশেষত মাটির মূর্তি এবং প্রতিমা গড়া যেহেতু যথেষ্ট শারীরিক পরিশ্রমের কাজ, সেহেতু কুমোরটুলিতে এখনও পুরুষদেরই আধিপত্য৷ কিন্তু যেহেতু সময় বদলাচ্ছে, এবং ব্যবহারিক জীবনে মহিলা পেশাদারের সংখ্যা ক্রমশই বাড়ছে, কুমোরটুলিতেও এখন খোঁজ করলে বেশ কয়েকজন মহিলা মৃৎশিল্পীর খোঁজ পাওয়া যায়৷ এঁদের মধ্যে কেউ কেউ জাতীয় স্তরেও বেশ সুনাম অর্জন করেছেন, স্বীকৃতি পেয়েছেন৷ মালা পাল তাঁদেরই অন্যতম৷ যদিও বেশিদিন আগের কথা নয়, যখন মেয়েদের এই কাজ করা কার্যত বারণই ছিল৷ মালা পালের সঙ্গে কথা বললেই সেই বিধিনিষেধের আভাস পাওয়া যায়৷
শুধু মাটির কাজে হাত পাকানোই নয়, কুমোরটুলিতে মৃৎশিল্পীদের যে সমবায় সমিতি আছে, তার সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন মালা পাল৷ বড় কাজের জন্য ঋণ নেওয়া থেকে শুরু করে উৎসবের সময় ক্রেতাদের চাহিদা অনুযায়ী জোগান দেওয়া বা বাড়তি কারিগর নিয়োগ, অথবা কর্মীদের কাজের সময় ও মজুরি বেঁধে দেওয়ার মতো অনেক কাজেই এই সমিতির ভূমিকা থাকে৷ আজ শুধু মায়া পালই নন, তাঁর কন্যা বিউটিও এই মৃৎশিল্পীর পেশা বেছে নিয়েছে৷ এঁদের সবাইকে নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছেন পার্থ সরকার, যার নাম পার্থ দিয়েছেন দশভূজা৷ পার্থর অভিজ্ঞতার কথা শুনলেই বোঝা যায়, কী যথাযথ হয়েছে এই নামকরণ৷
তবে পরিচালক হিসেবে পার্থ তাঁর কৃতিত্বের ভাগ দিতে চান তাঁর চিত্রনাট্যকার ডঃ শঙ্খ বসুকেও, যাঁর নিবিড় গবেষণায় এই তথ্যচিত্র প্রাণ পেয়েছে বলে পার্থ মনে করেন৷
মালা পাল জেলা এবং জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন৷ তাঁর বাবার কাছ থেকে শেখা তথাকথিত বাংলা মুখের সাবেকি প্রতিমার ঐতিহ্যকেই তিনি এগিয়ে নিয়ে যেতে চান৷ গড়তে চান মাটির কাজ শেখানোর একটি স্কুল৷
বুধবারই পার্থ সরকার পরিচালিত এই দশভূজা তথ্যচিত্রটি দেখার সুযোগ পাওয়া যাচ্ছে৷ বলা বাহুল্য, দর্শকদের এক বড় অংশ জুড়ে থাকবেন কুমোরটুলির মানুষজন, তাঁদের ঘরের মেয়ের কথা শোনার জন্য৷
প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়, কলকাতা
সম্পাদনা: দেবারতি গুহ