1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাল্লুকের সঙ্গে কুস্তি!

২৮ নভেম্বর ২০১৬

ডাগ সুস হলিউডের সবচেয়ে নামকরা বেয়ার ট্রেনারদের একজন৷ বাস করেন তাঁর স্ত্রী লিন আর উভয়ের পোষা গ্রিজলি ভাল্লুকদের সঙ্গে৷ এক কোটির বেশি বার দেখা এই ভিডিওটিতে ডাগ খেলছেন একটি গ্রিজলির সঙ্গে৷

https://p.dw.com/p/2TO9w
ছবি: picture-alliance/AP Photo/M. Groll

ফিল্মের শুটিংয়ের জন্যে যারা প্রশিক্ষণপ্রাপ্ত জন্তুজানোয়ার সরবরাহ করেন, তাদের সাধারণত সেই ফিল্মে দেখা যায় না৷ ক্যামেরার সামনে থাকেন ফিল্মজগতের তারকা ও জীবজন্তুরা; ট্রেনারকে শুধু দেখতে হয়, জীবজন্তুরা যেন তাদের ‘পার্টটা' ঠিকমতো করে৷ সিন শেষ হলে পরিচালক ‘কাট' বললেই সবার ছুটি৷ তারপর ঐ অতিকায় গ্রিজলি ভাল্লুক আর তার ট্রেনার ডাগ সুস যে কী করেন অথবা না করেন, কে আর তা দেখতে যায়৷

বোধহয় সেই কারণেই বছর তিনেক আগে জেড সুসকে দিয়ে এই ভিডিওটি তুলিয়ে ইউটিউবে ছাড়েন ডাগ সুস৷ ভিডিওটি দেখার সময় দুটি বিষয় মনে রাখা দরকার, এক, ডাগ উচ্চতায় ছয় ফুট হলেও, তাঁর বয়স তখন ৭১; দুই, গ্রিজলি ভাল্লুকটির ওজন প্রায় ছ'শ কিলোগ্রাম! আরো মনে রাখা দরকার, এই জীবটি একটি কামড়ে মানুষের হাড় দু'টুকরো করে দেবার ক্ষমতা রাখে৷ এইবার দেখুন, গ্রিজলি কীভাবে ডাগের সঙ্গে কুস্তির ‘ভান' করছে - কেননা. ভাল্লুক সত্যিকারের কুস্তি করলে ভিডিওটা কয় সেকেন্ডের মধ্যে শেষ হতো, তা বলা শক্ত!

একটা গ্রিজলি ভাল্লুকের হাঁ-তে নিজের মাথাটা ঢুকিয়ে দেবার মতো সাহস বা আস্থাই বা ক'জন মানুষ রাখে, তাও বলা শক্ত৷ তবে ডাগের মতো সেই গ্রিজলিকে নিজের হাতে ছোট থেকে বড় করে থাকলে আলাদা কথা৷ গ্রিজলি কথাটা আসলে অ্যামেরিকান৷ গ্রিজলিদের পোশাকি নাম হলো উত্তর আমেরিকার বাদামি ভাল্লুক৷ তবে সুদূর ১৮১৫ সালে এক প্রকৃতিবিজ্ঞানীর দেওয়া ল্যাটিন নামটাই ওদের মানায় ভালো: ‘উর্সুস হরিবিলিস' বা ‘ভয়ঙ্কর ভাল্লুক'৷

গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ডাগ আর লিন এই ভয়ঙ্কর ভাল্লুকদের সঙ্গে বাস করছেন উটা-র হেবার ভ্যালিতে, তাঁদের নিজস্ব খামারে৷ বার্ট দ্য বেয়ার ওয়ান, বার্ট টু, হনি বাম্প আর ট্যাংক, এরা সবাই ব্র্যাড পিট, জেনিফার অ্যানিস্টন বা এডি মার্ফির মতো হলিউড তারকাদের সঙ্গে ‘অভিনয়' করেছে৷ দ্বিতীয় বার্ট-কে তো সম্প্রতি ‘গেম অফ থ্রোন্স'-এর মতো হিট সিরিজে দেখা গেছে৷ ডাগ আর লিন গ্রিজলি বেয়ারদের বাসস্থান রক্ষার জন্য যে ত্রাণ সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন তার নাম ‘ভাইটাল গ্রাউন্ড', যার অর্থ ‘বেঁচে থাকার জমি' বা ‘জরুরি কারণ'৷

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য