ভুল শুধরে নিচ্ছে স্কটল্যান্ড
স্কটল্যান্ডের মোট জমির প্রায় ২০ শতাংশ পিটল্যান্ড৷ পরিবেশ রক্ষায় এগুলোর অনেক অবদান রয়েছে৷ সরকারি সিদ্ধান্তে একবার পিটল্যান্ডগুলো ক্ষতির মুখে পড়েছিল৷ এবার সেগুলো রক্ষার কাজ শুরু হয়েছে৷
পিটল্যান্ড কী?
পিটল্যান্ড হচ্ছে এক ধরনের জলাভূমি৷ সেখানে বনের চেয়ে দ্বিগুণ কার্বন জমা থাকে৷ বিশ্বের মোট জমির তিন শতাংশ পিটল্যান্ড৷ উত্তর ইউরোপ, উত্তর অ্যামেরিকা ও দক্ষিণপূর্ব এশিয়ায় বেশিরভাগ পিটল্যান্ড রয়েছে৷
ক্ষয়ে যাচ্ছে পিটল্যান্ড
স্কটল্যান্ডের মোট জমির প্রায় ২০ শতাংশ পিটল্যান্ড৷ আকারে তা প্রায় ১৭ লাখ হেক্টর৷ এর মধ্যে প্রায় ছয় লাখ হেক্টর পিটল্যান্ড নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে সরকার৷ সেগুলো উদ্ধারে কাজ শুরু হয়েছে৷
পরিবেশের ক্ষতি
গত শতকের পঞ্চাশের দশকে স্কটিশ সরকার গোচারণভূমির মানোন্নয়নের লক্ষ্যে পিটল্যান্ডের পানি ব্যবহারের সিদ্ধান্ত নেয়৷ ফলে পানি হারাতে থাকে পিটল্যান্ডগুলো৷ সে কারণে পিটল্যান্ডের গাছগাছালির অবশিষ্টাংশে জমে থাকা কার্বন বের হয়ে কার্বন-ডাই-অক্সাইড হিসেবে পরিবেশে ছড়িয়ে পড়ে - যা ক্ষতিকর৷
আগের অবস্থায় ফিরিয়ে আনা
পিটল্যান্ডগুলোকে আগের অবস্থায় ফেরাতে চলতি বছরের জন্য ১৫৩ কোটি টাকার অনুমোদন দিয়েছে স্কটিশ সরকার৷ আগামী বছরের মধ্যে ৫০ হাজার হেক্টর ও ২০৩০ সালের মধ্যে আড়াই লাখ হেক্টর পিটল্যান্ড ঠিক করতে চাইছে সরকার৷
উপায়
দুটি উপায়ে পিটল্যান্ড রক্ষা করা হবে৷ এক, গোচারণভূমির মানোন্নয়নের জন্য যে নালাগুলো তৈরি করা হয়েছিল সেগুলো বন্ধ করে দেয়া৷ দুই, নালাগুলোতে কাঠের বাঁধ দেয়া যেন পানি হারানোর গতি কমে যায়৷