1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮ নভেম্বর ২০১৬

বাংলাদেশের একটি আদালত বৃহস্পতিবার সেদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে৷ ‘ভুয়া জন্মদিন' সংক্রান্ত একটি মামলার শুনানিতে তিনি হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করা হয়েছে৷

https://p.dw.com/p/2Ss6T
খালেদা জিয়া
ছবি: Getty Images/M. Uz Zaman

খালেদার জন্মদিন পালন নিয়ে অদ্ভুত বিতর্ক চলছে গত এক দশকের বেশি সময় ধরে৷ তিনি ১৫ আগস্ট নিজের জন্মদিন পালন করেন, ১৯৭৫ সালের যেদিন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল৷ মুজিব মুসলিম অধ্যুষিত দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যিনি খালেদা জিয়ার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, পিতা৷ এই দুই নারীর মধ্যকার তীক্ত সম্পর্কের কথা বাংলাদেশে কারো অজানা নয়৷

তবে বাংলাদেশের অনেক মানুষের জন্মতারিখ সরকারিভাবে লিপিবদ্ধ নেই এবং অনেকে সরকারি চাকুরি করার বয়স ধরে রাখতে ভুয়া জন্মদিন ব্যবহার করেন৷

ঢাকার একটি আদালতের মেজিস্ট্রেট মাজহারুল ইসলাম সরকারপন্থি সাংবাদিক গাজী জহিরুল ইসলামের মামলার ভিত্তিতে খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷ সাংবাদিকের অভিযোগ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী নিজের জন্মদিন সম্পর্কে মিথ্যা বলেছেন৷ মামলাকারীর আইনজীবী দুলাল মিত্র এই বিষয়ে বলেন, ‘‘ভুয়া জন্মদিন মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে৷''   

পুলিশ এখন চাইলে আগামী ২ মার্চের মধ্যে খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে পারে৷ তাঁর বিরুদ্ধে এর আগেও দু'বার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল৷ তবে খালেদা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে গ্রেপ্তার এড়াতে পারেন বলে ধারণা করা হচ্ছে৷

খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া তাঁর মক্কেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন৷ এব্যাপারে করণীয় নির্ধারণে তিনি শীঘ্রই বিরোধী নেত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন৷

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমানকে তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করে একদল বিপথগামী সৈনিক৷ অভ্যুত্থানের নেতারা তখন খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানকে সেনাপ্রধান নিযুক্ত করে এবং তিনি সেবছরের নভেম্বরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন যারা মাধ্যমে বাংলাদেশে ১৫ বছরের সামরিক শাসনের শুরু হয়৷

এআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য