‘ভোট না পেলে ক্ষমতা ছেড়ে দেবো’
২৯ ডিসেম্বর ২০১২নিয়ম রক্ষার কাউন্সিল হলেও সারা দেশ থেকে আসা আওয়ামী লীগের কাউন্সিলরদের প্রত্যাশা আরো শক্তিশালী নেতৃত্বের৷ তাদের কথা সেই নেতৃত্বই পারবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থান ধরে রাখতে৷ আর দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও জোর দেন সামনের নির্বাচনের ওপর৷
প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী শেখ হাসিনার কথায়ও উঠে এল আগামী নির্বাচনের কথা৷ তিনি বলেন, রক্ত দিয়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে তা কোনোভাবেই নস্যাৎ করতে দেয়া হবে না৷ আগামী নির্বাচনেই ঠিক হবে কারা ক্ষমতায় থাকবে৷ দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিলে তারা ক্ষমতায় থাকবেন৷ আর না চাইলে ক্ষমতা ছেড়ে দেবেন৷ তিনি দলের সুবিধাবাধী নেতা এবং স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে নেতা-কর্মীদের সতর্ক করে দেন৷
অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় প্রতিবাদ মিছিল করেছে বিএনপি৷ মিছিলপূর্ব সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, মানবাধিকার এবং গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ সরকারের পদত্যাগের কোনো বিকল্প নাই৷ তিনি সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান৷
এদিকে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে৷ জানা গেছে এই বৈঠকে সরকার বিরোধী আন্দোলন কর্মসূচি নিয়ে কথা হবে৷ নতুন বছরে বিএনপি কি কি ধরনের কর্মসূচি দেবে তা চূড়ান্ত হতে পারে৷