মাংসের বার্গারের বিকল্পের চাহিদা বাড়ছে
দ্য গুড ফুড ইনস্টিটিউটের হিসেবে, যুক্তরাষ্ট্রে গতবছর মাংসহীন খাবারের চাহিদা ২৩ শতাংশ বেড়েছে৷ কিন্তু বার্গার আর সসেজের যে শস্যভিত্তিক বিকল্প, তা কি চাহিদা মেটাতে পারবে? সেগুলো কি আসলেই জলবায়ুর জন্য ভালো?
চাহিদা
জলবায়ু নিয়ে উদ্বেগ বাড়ায় অনেক মানুষ এখন পরিবেশ রক্ষায় উদ্যোগী হয়ে উঠেছেন৷ তাই তাঁরা মাংসের পরিবর্তে শস্যভিত্তিক মাংসের দিকে ঝুঁকছেন৷ এ ধরনের মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘বিয়ন্ড মিট’ সম্প্রতি যখন ওয়াল স্ট্রিটে ট্রেডিং শুরু করে, তখন তাদের সফলতা নিয়ে প্রথমে সংশয় থাকলেও প্রথম দিনই শেয়ারের মূল্য দ্বিগুনের বেশি হয়ে যায়৷
পার্থক্য
বায়ের বার্গারটি দেখুন৷ এটি কিন্তু মাংসের নয়৷ এটি মটর, মটরশুঁটি, শিমজাতীয় বীজ ইত্যাদি দিয়ে তৈরি৷ এর গন্ধ কিন্তু আসল মাংসের বার্গারের মতোই৷ এছাড়া খাওয়ার সময় একটু রক্তও চোখে পড়তে পারে৷ তবে ভয় নেই, ওটা বিটের রস৷
পরিবেশের জন্য ভালো
২০১৮ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড-এর এক প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়ার ‘অপেক্ষাকৃত সহজ ও সুলভ’ উপায় হচ্ছে, খাবার হিসেবে প্রাণীজাত পণ্যের ব্যবহার কমানো৷ মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক জরিপ বলছে, ‘বিয়ন্ড মিট’ বার্গারের প্যাটিস তৈরি করতে মাংসের প্যাটিসের চেয়ে ৯০ শতাংশ কম গ্রিনহাউস গ্যাস নির্গমন করেছে, ৪৬ শতাংশ কম জ্বালানি খরচ করেছে৷ এছাড়া পানি ও জমির ব্যবহারও কম হয়েছে৷
অন্য সব কোম্পানির আগ্রহ
যুক্তরাষ্ট্রের সুপারমার্কেট ও রেস্তোরাঁগুলোতে ‘বিয়ন্ড মিট’-এর পণ্যের বেশ চাহিদা তৈরি হয়েছে৷ নেসলে এপ্রিলে ইউরোপে শস্যভিত্তিক মাংসের প্যাটিস বাজারে এনেছে৷ বার্গার কিং যুক্তরাষ্ট্রে বিয়ন্ড মিট-এর বিকল্প আনতে যাচ্ছে৷ আর ম্যাকডোনাল্ডসও ভেগান বার্গার পরীক্ষা করে দেখছে৷
সব ইতিবাচক নয়
পরিবেশবাদীরা শস্যভিত্তিক বার্গার চালুর প্রশংসা করলেও এর কিছু সমস্যা আছে৷ যেমন, এ ধরনের বার্গার তৈরির উপকরণ সয়া বা শিমজাতীয় বীজ ও পাম তেল ফলাতে অনেক বনজঙ্গল কেটে ফেলতে হয়৷
পরিবর্তিত নাম?
শিগগিরই হয়ত ইউরোপে শস্যভিত্তিক বার্গারের নতুন নাম দিতে হতে পারে৷ ইউরোপীয় পার্লামেন্টে আইন পাস হলে এ ধরনের পণ্যের নাম বার্গার, সসেজ ও স্টেক-এর পরিবর্তে ডিস্ক, টিউব, স্ল্যাব ইত্যাদি রাখতে হতে পারে৷