1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার বাকযুদ্ধ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ এপ্রিল ২০১৪

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সরকারকে সময়মতো জবাব দেয়ার কথা বলেছেন৷ তিনি সবাইকে প্রতিরোধের প্রস্তুতি নিতে বলেছেন৷ আর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন খালেদা জিয়া না শোধরালে তাঁকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে৷

https://p.dw.com/p/1BgvT
ছবি: DW/M. Mamun

তবে বিশ্লেষকরা বলছেন মাঠের রাজনীতি আর মাঠে নেই, আছে হুমকি আর পাল্টা হুমকিতে৷

শনিবার ঢাকায় শ্রমিক দলের এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন, ‘‘সরকারকে দ্রুত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে৷ বেশি দেরি করলে, জুলুম-নির্যাতন বাড়ালে এর পরিণতির দায় সরকারকেই নিতে হবে৷ সময়মতো আন্দোলন ও সরকারের অত্যাচারের জবাব দেওয়া হবে৷'' নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির চেয়ারপার্সন বলেন, ‘‘আসুন সময় হয়েছে, জুলুম-অত্যাচারে চোখের পানি ফেলে নয়, নির্যাতনের জবাব দিতে হবে প্রতিরোধ, প্রতিবাদ করে৷ সে প্রস্তুতি নিন৷''

সময়মতো আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে খালেদা জিয়া বলেন, ‘‘যারা যাই মনে করুক, যখন মনে করব আন্দোলনের সময় হয়েছে, আমরা প্রস্তুত, তখন আন্দোলন করব৷ কারও কথায় আমরা চলি না৷''

এদিকে, বিএনপি নেত্রীকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘‘খালেদা জিয়া এখনো শোধরাননি৷ বৈধ সরকারকে অবৈধ বলছেন৷ জঙ্গিবাদীদের সঙ্গও ত্যাগ করেননি৷ আপনি যদি এই পথ পরিহার না করেন তাহলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন৷''

হাসানুল হক ইনু অভিযোগ করেন, পাকিস্তানিরা একবার বাঙালিদের পাকিস্তানি বানানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে৷ আবার '৭৫ সালের পর জেনারেল জিয়াসহ অন্য সামরিক শাসক, এবং সাম্প্রতিক সময়ে খালেদা জিয়া বাংলাদেশের নাম পাল্টানোর চেষ্টা করছেন, ইতিহাস পাল্টানোর চেষ্টা করছেন৷

খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘‘আপনি আস্তাকুঁড়ে বসে ইতিহাস নিয়ে যত ঘাঁটাঘাঁটি করবেন, তত দুর্গন্ধ ছড়াবে৷''

এই হুমকি পাল্টা হুমকি নিয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শ. ম রেজাউল করিম ডয়চে ভেলেকে বলেন, ‘‘রাজনীতি এখন মাঠের কাজের চেয়ে কথার ফুলঝুড়িতে পরিণত হয়েছে৷ কাজের চেয়ে এখন কথার গর্জন বেশি৷ ফলে শিষ্টাচারও বিদায় নিচ্ছে৷''

তিনি বলেন, ‘‘সরকারবিরোধী দলগুলোর হাতে এখন কার্যকর কোনো কর্মসূচি নেই৷ তাদের অতীতের কর্মসূচি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি৷ আবার সরকারও সরকার বিরোধীদের স্পেস দিচ্ছে না৷ তাই মাঠের রাজনীতি এখন মঞ্চ, বিবৃতি আর টকশোতে ঠাঁই পেয়েছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য