মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার পক্ষে প্রধানমন্ত্রী
১৪ জুন ২০১০প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কর্মজীবী নারীর ৪ মাস মাতৃত্বকালীন ছুটি যথেষ্ট নয়৷ এ ছুটি বাড়িয়ে ৬ মাস করা উচিত৷ শিগগিরই ১৩ হাজার ৫০০ কমিউনিটি হেলথ প্রোভাইডার নিয়োগের ঘোষণা দিয়ে তিনি প্রসূতি ও শিশুর স্বাস্থ্যসেবা জোরদার এবং মৃত্যুহার কমানোর লক্ষ্যে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান৷ দৈনিক প্রথম আলো, জনকণ্ঠ, কালের কণ্ঠ, সমকাল, ডেইলি স্টারসহ সব পত্রিকারই প্রথম পাতায় স্থান পেয়েছে খবরটি৷ এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ মাতৃত্ব দিবস-২০১০ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আরও বলেন, অধিকতর কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শিগগিরই এই নিয়োগ শুরু হবে৷ স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে৷ এতে দক্ষতার সঙ্গে জরুরি প্রসূতিসেবা প্রদানের জন্য ৭টি বিভাগের ২৭টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়৷
মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ
বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া 'আমার দেশ' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে পৈশাচিক নির্যাতন করা হয়েছে, অভিযোগ করে তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন৷ দৈনিক জনকণ্ঠ, যুগান্তর, প্রথম আলো, নিউ এইজসহ সব পত্রিকাতেই বিশেষ গুরুত্ব পেয়েছে বিরোধী দলীয় নেত্রীর এই অভিযোগের খবর৷ খবরে বলা হয়েছে, বেগম খালেদা জিয়া অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তি দাবি করে বলেছেন, মাহমুদুর রহমানের ওপর নির্যাতনের ঘটনার জন্য মাহমুদুর রহমান যাঁদের হেফাজতে ছিলেন, কেবল তাঁরাই দায়ী নন, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে যাঁদের হুকুমে এ ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তাঁরাও দায় এড়াতে পারেন না৷ এছাড়া খালেদা জিয়া রাষ্ট্রের সকল কর্মকর্তা-কর্মচারীকে সাবধান করে দিয়ে বলেছেন, সংবিধান ও আইনের বাইরে কাজ করবেন না৷ এর পরিণাম ভাল হবে না৷ রবিবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন৷
প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ দৈনিক ইত্তেফাকের এই খবরটি সত্যিই নজর কাড়বে পাঠকদের৷ সারাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই যখন দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই, তখন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য ছাত্র সংসদ বেশ উৎসাহব্যঞ্জক হতে পারে৷ খবরে বলা হচ্ছে, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারিভাবে আগামী ১৫ জুন মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ প্রাথমিক বিদ্যালয়ে শিশু-কিশোরদের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, শিশুকাল থেকে গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মনোভাব তৈরি, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনসহ শিশুরা যাতে অকালে ঝরে না পড়ে সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বর্তমান সরকার পাইলট প্রকল্প হিসাবে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নিয়েছে৷ প্রথম দফায় সরকার সারাদেশে ২০টি উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করবে৷
গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: রিয়াজুল ইসলাম