মাদুরো'র দিন শেষ হয়ে এসেছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
২৫ ফেব্রুয়ারি ২০১৯শনিবার ব্রাজিল ও কলম্বিয়ার সঙ্গে সীমান্তে বিদেশি ত্রাণ বহর আটকে দিতে সেনা মোতায়েন করেভেনেজুয়েলা সরকার৷ সীমান্ত বন্ধ করে দেয়ায় সেনা ও ত্রাণকর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং তিনশ' জন আহত হন৷
রবিবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়৷ এই ঘটনার পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানালেন, ওয়াশিংটন মাদুরোর উপর চাপ অব্যাহত রাখবে, যতদিন না তিনি বুঝতে পারছেন যে তাঁর দিন শেষ হয়ে এসেছে৷ ভেনেজুয়েলাবাসীর কাছে খাদ্য সহায়তা পৌঁছানোর অন্যান্য উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি৷
গুয়াইদো: জরুরিভিত্তিতে ত্রাণ প্রয়োজন
এক মাস আগে নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীনেতা হুয়ান গুয়াইদো৷ ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে৷ কিন্তু আন্তর্জাতিক ত্রাণ সরবরাহকে মার্কিন আগ্রাসনের অংশ, বলে মনে করছেন মাদুরো৷ তাঁর ধারণা, বিদেশি ত্রাণ সংস্থাগুলোর প্রবেশের মাধ্যমে পশ্চিমাদেশগুলো গুয়াইদোকে ক্ষমতায় বসাবে৷
ভয়াবহ পরিস্থিতি
জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল বাচেলেট জানিয়েছেন, ভেনেজুয়েলার পরিস্থিতি ভয়াবহ৷ এ অবস্থায় সরকারের উচিত সাধারণ বিক্ষোভকারী ও নাগরিকদের উপর কোনো ধরণের বল প্রয়োগ না করা৷ জাতিসংঘ মহাসচিব দু'পক্ষকে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন৷
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি মাদুরোর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ঐ এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের অবিলম্বে পদক্ষেপ নেয়া উচিত৷
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী শনিবারের সহিংসতাকে মাদুরো সরকারের অপরাধমূলক কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন৷ কলম্বিয়ার প্রেসিডেন্টও শনিবারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ সোমবার বোগোটায় আয়োজিত আঞ্চলিক এক সম্মেলনে মাদুরোর স্বৈরশাসনকে অচল করার ব্যাপারে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি৷
মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে গুয়াইদো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সবধরণের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন৷
শনিবার খাবার ও ওষুধভর্তি ত্রাণের ট্রাকগুলো যখন ভেনেজুয়েলায় প্রবেশের চেষ্টা করছিলো, তখন ভেনেজুয়েলার সেনারা তাদের কলম্বিয়া সীমান্তের দিকে ফিরিয়ে দিতে থাকে৷ এক পর্যায়ে ত্রাণকর্মীরা প্রতিবাদ জানালে সেনাবাহিনী কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোঁড়ে৷ এতে দু'টি ত্রাণবাহী ট্রাকে আগুন ধরে যায়৷
এপিবি/জেডএইচ (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)