1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানসিক যন্ত্রণার চেয়ে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়

নুরুননাহার সাত্তার
৫ মে ২০২১

ডিভোর্স কখনই আনন্দের নয়, হোক সে বিচ্ছেদ তরুণ কিংবা বেশি বয়সে৷ কমবয়সীদের ডিভোর্স কিছুটা মেনে নিলেও বয়স্কদের ক্ষেত্রে নয়, তা বিল ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদে জানিয়ে দিচ্ছে স্যোশাল মিডিয়া৷

https://p.dw.com/p/3t0B5
বিল ও মেলিন্ডা গেটসছবি: STRF/STAR MAX/IPx/picture alliance

অন্যদের বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা, সমালোচনা করতে অনেকেই বেশ পছন্দ করেন৷ তাদের নিয়ে কেউ কেউ মুখরোচক গল্পও বানিয়ে ফেলেন আবার কেউবা সমবেদনা জানান৷ তবে তাদের দাম্পত্য জীবনের ইতি টানার কারণগুলো নিয়ে কে কতটা ভাবেন, প্রশ্ন থেকে যায়৷

বিল ও মেলিন্ডা গেটসের দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবন শেষে বিবাহ বিচ্ছেদের খবরটি বেশ আলোড়ন তুলেছে আমাদের সমাজে, বিশেষ করে স্যোশাল মিডিয়ায়৷ তারা ১৩০.৫ বিলিয়ন ডলারের মালিক সেজন্য নাকি তাদেরএকটু বেশি বয়সে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার জন্য ?

বাংলাদেশে গত কয়েক বছরে তরুণ দম্পতিদের মধ্যে ডিভোর্সের হার বেড়েছে অনেক বেশি যা দেশের মানুষই ভালো জানেন৷ বয়স্কদের মধ্যে তেমন দেখা যায় না আর হলেও মানুষ আড়াল করার চেষ্টা করে৷ আমাদের সমাজ তা মেনে নেবে না বলেই হয়তো শত কষ্ট হলেও ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা বয়স্করা ভাবতে পারেন না৷

আমার কাছের একজন মানুষকে দেখেছি দাম্পত্য জীবনের শুরু থেকেই স্বামী-স্ত্রীর অমিল থাকা সত্ত্বেও সংসার করেছে বহুদিন৷ যদিও শেষ পর্যন্ত সে সংসার আর টেকেনি ফলে শেষ বয়সে একা থেকেছে যা নিঃসন্দেহে ছিল বেদনাদায়ক৷ আবার এমনও দেখেছি সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারায় দ্বিতীয়বার বিয়ে করে সুখে আছেন৷ ডিভোর্সের সিদ্ধান্ত যার যার নিজস্ব ব্যাপার৷ ইউরোপ অ্যামেরিকায় মানুষ অন্যের মতামত নয় পারিবারিক সুখের ব্যাপারে নিজেদের মনকেই গুরুত্ব দিয়ে থাকেন৷

আমার অভিজ্ঞতায় দেখা বিদেশিদের সম্পর্কে বাঙালিদের কিছু ভুল ধারনা রয়েছে৷ যেমন  পশ্চিমা বিশ্বের মানুষ কথায় কথায় ডিভোর্স দেয়, তাদের মধ্যে তেমন ভালোবাসা নেই৷ কিংবা সন্তানেরা মা-বাবার খোঁজ খবর রাখে না, ১৮ বছর বয়সে তারা বাড়ি থেকে চলে যায় ইত্যাদি৷

আসলে কে কি বলবে তা নিয়ে এদেশের মানুষ যে একেবারেই ভাবে না তা নয়৷ তবে বিয়ে, ডিভোর্স, সন্তান উৎপাদন, সংসার এসব ব্যাপারে সমাজ কি ভাববে সেটা নয় , তাদের নিজেদের মতামতই চূড়ান্ত৷ আসলে বিদেশিরা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে তেমন মাথা ঘামায় না, যা সকলের জন্যই স্বস্তিদায়ক৷ 

তারুণ্যের আনন্দ উচ্ছ্বাস একরকম আর বয়স্কদের অন্যরকম-এটাই স্বাভাবিক৷ কিন্তু বয়স হলে যে সাধ আহ্লাদ থাকতে নেই, তেমন তো নয় ! প্রতিটি মানুষেরই বয়সের সাথে সাথে শরীর এবং মন দুটোরই  পরিবর্তন হয় আর এটাই বাস্তব৷ যে কোনো বয়সেই জীবনসঙ্গীর সাথে অমিল  হতেই পারে! তারপরও যে কষ্ট করে বাকি জীবন তাদের একসাথে থাকতেই হবে এমনটা এদেশিরা মনে করে না৷ তাছাড়া আমি দেখেছি তরুণ বয়সে মা-বাবার ছাড়াছাড়ি হলে ছোট সন্তানদের কষ্টের মাত্রা অনেক বেশি হয়৷

Nurunnahar Sattar, DW-Mitarbeiterin Bengali Programm
নুরুননাহার সাত্তার, ডয়চে ভেলেছবি: DW/A. Islam

জার্মান পরিসংখ্যান অফিসের এক হিসেবে দেখা গেছে,  দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় দাম্পত্য জীবন কাটানোর পরে যারা ডিভোর্স করেছেন তাদের সংখ্যা বেড়ে গত ৩০ বছরে দ্বিগুণ হয়েছে৷

স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে  বোঝাপড়া একটি বড় ব্যাপার৷ পরিবেশ, পরিস্থিতি, সময়, বয়স এসব নানা  কারণে সম্পর্ক নড়বড়ে হতে হতে একসময় হয়ত ডিভোর্সের দিকে এগোয়৷ 

অবশ্য আমাদের অঞ্চলের মানুষ বিশেষ করে নারীরা নিজেদের কষ্ট হলেও দাম্পত্য জীবনের ত্রুটিগুলো ঢেকে রাখায় চেষ্টা করে৷ এদেশে অনেক নারীকেই দেখেছি ছোটখাট সমস্যা বা নিজের দুঃখ কষ্টগুলো সহজেই অন্যের সাথে শেয়ার করে৷ ডিভোর্স নিয়ে নারী, পুরুষ সবাই খুব সহজেই কথা বলেন৷  তবে বয়স্কদের ডিভোর্স নিয়ে গত চার দশক আগে জার্মানদের মনোভাব যেমন ছিল আমাদের অঞ্চলের মানুষের বর্তমান মনোভাব অনেকটা সেরকম৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য