1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাস্ক না পরায় ৫০ জনকে জরিমানা

২৮ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশে করোনায় মৃতের সংখ্য্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, সংক্রমিতের সংখ্যা এখন তিন লাখ ৬০ হাজারেরও বেশি৷ অথচ অনেকেই আর মাস্ক পরেন না, সামাজিক দূরত্ব মানেন না৷ এমন ৫০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷

https://p.dw.com/p/3j7OA
ছবি: bdnews24

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সোমবার চট্টগ্রামের কোতয়ালি মোড় এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরে ঘুরে বেড়ানো ৫০ জনকে মোট চার হাজার টাকা জরিমানা করে৷

উমর ফারুক বলেন, ‘‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার ক্ষেত্রে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও অধিকাংশ মানুষ তা মানছেন না৷ রাস্তা, বিপণিবিতানসহ গুরুত্বপূর্ণ এলাকায় মানুষ মাস্ক না পরে ঘুরছেন৷ এতে করোনা ভাইরাস সংক্রমণে প্রভাব ফেলছে৷ এজন্য অভিযান চালিয়ে মাস্ক ছাড়া চলাফেরা করা ৫০ জনকে অর্থদণ্ড করা হয়৷’’

তিনি আরো জানান, মাস্ক না পরার কারণ জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতকে অনেকেই বলেছেন, ‘‘করোনা ভাইরাস নেই’’, আবার কেউ কেউ বলেছেন ‘‘ভুলে মাস্ক বাড়িতে ফেলে চলে এসেছি৷’’

এমন অজুহাত দেখিয়েও অবশ্য বাঁচতে পারেননি তারা৷ জরিমানা দিতে হয়েছে সবাইকে৷

এসিবি/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)