মিরাজই এগিয়ে রেখেছেন বাংলাদেশকে
৫ ফেব্রুয়ারি ২০২১বিজ্ঞাপন
প্রথম ইনিংসের ১৭১ রানের লিডের সঙ্গে ৪৭ রান মিলিয়ে অবশ্য ২১৮ রানে এগিয়ে এখন মোমিনুলের দল৷
আগের দিন সেঞ্চুরির পর এবার বল হাতেও ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা পারফর্মার মেহেদী হাসান মিরাজ৷ তার এমন পারফর্ম্যান্সের সুবাদেই এখন চালকের আসনে বাংলাদেশ৷
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন ৭৫/২) ৯৬.১ ওভারে ২৫৯ (ব্র্যাথওয়েট ৭৬, বনার ১৭, মেয়ার্স ৪০, ব্ল্যাকউড ৬৮, জশুয়া ৪২, কর্নওয়াল ২, রোচ ০, ওয়ারিকান ৪, গ্যাব্রিয়েল ০*; মুস্তাফিজ ১৫-৪-৪৬-২, সাকিব ৬-১-১৬-০, মিরাজ ২৬-৯-৫৮-৪, তাইজুল ৩৩.১-১১-৮৪-২, নাঈম ১৬-১-৫৪-২) ৷
বাংলাদেশ ২য় ইনিংস: ২০ ওভারে ৪৭/৩ (সাদমান ৫, তামিম ০, শান্ত ০, মুমিনুল ৩১*, মুশফিক ১০*; রোচ ৪-১-৫-০, কর্নওয়াল ৯-১-২৮-২, গ্যাব্রিয়েল ৬-০-১৩-১, ওয়ারিকান ১-০-১-০) ৷
এনএস/এসিবি