অ্যাপেক শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প
১০ নভেম্বর ২০১৭এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির গোষ্ঠী অ্যাপেক-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভিয়েতনামে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বর্তমান এশিয়া সফরে এটা তাঁর চতুর্থ গন্তব্য৷ পূর্বসূরি বারাক ওবামার আমলে ট্রান্স-অ্যাটলান্টিক পার্টনারশিপ বা টিপিপি বাণিজ্য চুক্তি বর্জন করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি৷ এবার ‘মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল' নামে বাণিজ্য ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার এক কাঠামোর প্রস্তাব দিতে চান তিনি৷ অর্থাৎ অ্যাপেক-এর কাঠামোর বাইরের কিছু দেশকেও এই উদ্যোগে শামিল করতে চান ট্রাম্প৷ শেষ পর্যন্ত এই প্রস্তাবের স্পষ্ট রূপরেখা জানা যাবে কিনা, তা নিয়ে অবশ্য সংশয় থেকেই যাচ্ছে৷
অ্যামেরিকাকে ছাড়াই টিপিপি চুক্তি বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছে বাকি ১১টি দেশ৷ কিন্তু নানা ক্ষেত্রে অস্পষ্টতা ও বিভ্রান্তির কারণে এই কাঠামো হুমকির মুখে পড়েছে৷ এই ১১টি দেশ এক্ষেত্রে নতুন বোঝাপড়ায় পৌঁছেছে বলে যে গুজব শোনা গিয়েছিল, ক্যানাডা তা অস্বীকার করেছে৷ তবে ঐকমত্যের লক্ষ্যে জোরালো উদ্যোগ চলছে বলে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে৷ বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য এলাকার স্বপ্ন আপাতত কিছুটা স্তিমিত রয়েছে৷
ট্রাম্প প্রশাসনের আমলে অ্যামেরিকা বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবার সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসছে চীন৷ এমনকি অ্যামেরিকার দাবি মেনে চীন নিজস্ব আর্থিক বাজার বিদেশি কোম্পানিগুলিদের জন্য আরও উন্মুক্ত করতে রাজি হয়েছে৷ নিজস্ব স্বার্থেই আন্তর্জাতিক বাণিজ্যের প্রবক্তা চীন৷ তবে টিপিপি-র বিকল্প হিসেবে অ্যামেরিকাকে ছাড়াই চীন ‘রিজিয়নাল ইকোনমিক কমপ্রিহেনসিভ পার্টনারশিপ' বা আরসিইপি নামের এক কাঠামো সৃষ্টি করার উদ্যোগ নিচ্ছে৷ আসিয়ান ছাড়াও তাতে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতকে অন্তর্গত করতে চায় চীন৷
অ্যাপেক শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ট্রাম্প আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে যে যার নিজস্ব স্বপ্ন তুলে ধরতে চলেছেন৷ বর্তমান অস্থিরতার প্রেক্ষাপটে শেষ পর্যন্ত কোন কাঠামো বাস্তবে কার্যকর করা সম্ভব হয়, তা জানার জন্য অপেক্ষা করতে হবে৷
এসবি/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)