মুক্তি পেলেন কাজল
২৫ ডিসেম্বর ২০২০ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষকে উদ্ধৃত করে জানায়, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর কারা কর্তৃপক্ষ কাজলকে মুক্তি দেয়৷
কারাগার থেকে বেরিয়ে ছেলে মনোরম পলককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন কাজল৷ পরে মনোরম পলক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবা বাসায় ফিরেছেন৷ তবে শারীরিক অসুস্থ ও দুর্বল৷ এখন বিশ্রাম নিচ্ছেন৷''
গত ২ মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে কাজলকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী৷ এর আগে প্রায় দুই মাস তিনি নিখোঁজ ছিলেন৷
বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তারের পর কাজলের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়৷
গত ২৩ জুন কাজলকে ঢাকার শেরেবাংলা নগর থানার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকের মুখোমুখি করা হয়। হাকিম আদালতে সেদিন জামিন আবেদন নামঞ্জুর হয়৷ এরপর ২৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতও জামিন আবেদন নাকচ করলে ৮ সেপ্টেম্বর কাজল হাই কোর্টে আবেদন করেন। সেই আবেদনে গত ২৪ নভেম্বর এবং এরপর ১২ ডিসেম্বর অন্য দুই মামলায় হাই কোর্ট থেকে জামিন পান কাজল। জামিনের কাগজগুলো নিম্ন আদালত হয়ে কারাগারে পৌঁছানোর পর কাজলকে মুক্তি দেওয়া হলো৷
এসিবি/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)