1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজফিলিপাইন্স

মৃত্যুদণ্ড মওকুফের আশা নিয়ে ফিলিপাইন্সে ফিরলেন মেরি

১৮ ডিসেম্বর ২০২৪

১৫ বছর পর নিজ দেশ ফিলিপাইন্সে ফিরেছেন ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড নিয়ে কারাভোগ করা মেরি জেন ভেলোসো।

https://p.dw.com/p/4oJWs
Philippinen Mary Jane Fiesta Veloso
ছবি: TED ALJIBE/AFP

ম্যানিলায় পৌঁছে সাংবাদিকদের ভেলোসো মেরি জেন বলেন, "আমি অত্যন্ত খুশি যে, নিজের দেশে ফিরে আসতে পেরেছি। আমি প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করি৷"

দেশে ফেরার পর মেরি জেন ভেলোসোকে ফিলিপাইন্সের একটি মহিলা কারাগারে পাঠানো হয়েছে। কারাগার প্রাঙ্গণে দুই ছেলে ও পরিবারের অন্য সদস্যেদের কিছুক্ষণ সময় কাটাতে দেওয়া হয় তার সাথে।

মেরি জেন ভেলোসোর বিরুদ্ধে যা অভিযোগ

৩৯ বছর বয়সি মেরি জেন ভেলোসো ২০১৫ সালে ইন্দোনেশিয়ার ইয়োগাকাতা শহরে স্যুটকেসে ২.৬ কেজি হেরোইন রাখার অভি্যোগে গ্রেপ্তার হন।

মেরি জেন ভেলোসো ২০০৯ সালে এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। চরম দারিদ্র্যের মধ্যে জন্ম নেওয়া এ নারী বরাবরই দাবি করে আসছেন, মালয়েশিয়ায় এক নারী ইন্দোনেশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে তাকে প্রতারণা করে মাদক বহনে বাধ্য করেন।

তবে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যা ফায়ারিং স্কোয়াডে কার্যকর হওয়ার কথা৷ সাম্প্রতিক সময়ে বিদেশি বন্দিদের মুক্তি নিয়ে আলোচনার আভাস দিয়েছে ইন্দোনেশিয়া, কারণ, বরাবরই বহির্বিশ্বে ইন্দোনেশিয়ার কঠোর মাদকবিরোধী আইন বিতর্কের জন্ম দিয়েছে।

ইন্দোনেশিয়া ইতোমধ্যে জানিয়েছে, ফিলিপাইন্সে মেরি জেনকে ক্ষমা করে দেওয়া হলে ইন্দোনেশিয়া আর কোনো আপত্তি করবে না। ফিলিপাইন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সরকারের বিচার মন্ত্রণালয়ের এক সদস্য জানিয়েছেন, মেরি জেন ভেলোসোর জন্য ক্ষমার সুযোগ ‘অস্বীকৃত নয়।'

টিআই/এসিবি ( এএফপি/রয়টার্স)