ফুটবল সম্রাট মেসি
৩০ অক্টোবর ২০১২কোথায় আর্জেন্টিনা আর কোথায় বার্সেলোনা! একটি দেশ ও স্পেনের একটি ফুটবল ক্লাব৷ কিন্তু উভয়ের মধ্যে সংযোগসূত্র হলেন এক আশ্চর্য ফুটবল খেলোয়াড় যার বয়স এখন পঁচিশ৷ ক্লাব এবং দেশের হয়ে মেসি এ'যাবৎ ৩০১টি গোল করেছেন৷ তার মধ্যে ক্লাবের হয়ে ২৭০টি এবং দেশের হয়ে ৩১টি৷ আবার গত মরশুমে স্প্যানিশ লা লিগা'য় ৫০টি গোল করে গোল্ডেন বল'এর আগেই গোল্ডেন বুট'টি সংগ্রহ করে বসে আছেন৷
ফিফা'র ২৩ জন মনোনীতের তালিকায় মেসির সঙ্গে আছেন রেয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যিনি গতবার ঐ মেসির পরেই রানার-আপ হয়েছিলেন৷ এছাড়া আছেন বার্সোলোনারই আন্দ্রেস ইনিয়েস্তা৷ জার্মানির দুজন খেলোয়াড়ও আছেন ফিফার শর্টলিস্টে: গোলরক্ষক মানুয়েল নয়ার এবং মেসুত ও্যজিল, যিনি বর্তমানে রেয়াল মাদ্রিদে খেলেন৷
বার্সার দুই আশ্চর্য খেলোয়াড়
বার্সার দুই মনোনীত প্লেয়ার সম্পর্কে কোচ টিটো ভিলানোভা'র মন্তব্য শোনার মতো৷ মেসি সম্বন্ধে বলেছেন, ‘‘ওর মতো প্লেয়ার আর দেখা যাবে কিনা সন্দেহ৷ শুধু গোল করে বলেই নয়৷ ওর খেলা বোঝার এক আশ্চর্য ক্ষমতা আছে৷'' আবার ইনিয়েস্তা সম্পর্কে ভিলানোভার মন্তব্য: ‘‘বার্সার ইউথ অ্যাকাডেমি মাসিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়রা যে কতোদূর যেতে পারে, ও তার নিদর্শন৷ ওর কোয়ালিটির খেলোয়াড় আবার তৈরি করতে বার্সাকেও বেগ পেতে হবে৷''
নভেম্বর মাসের শেষে শর্টলিস্ট থেকে তিনজন ফাইনালিস্ট নির্বাচন করা হবে৷ চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে জানুয়ারি মাসে, জুরিখে৷ সারা বিশ্বের মানুষ টেলিভিশনে দেখবে সে অনুষ্ঠান৷ এবং মেসি যে পর পর চতুর্থবারের জন্য বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় নির্বাচিত হবেন, এমন সম্ভাবনাই দেখছেন বিশেষজ্ঞরা৷
মেসি যা কোনোদিন ভোলেননি
মেসি তাঁর পেশাদারী খেলোয়াড় জীবন শুরু করেন বার্সেলোনাতেই, ২০০৪ সালে, ১৭ বছর বয়সে৷ ১৩ বছর বয়সে যে রোগা-সোগা কিশোরটিকে তার বাবা-মা'র সঙ্গে আর্জেন্টিনা থেকে তুলে এনেছিল বার্সা, তার বাড় কম হওয়ায় হর্মোন চিকিৎসার খরচ দিয়েছিল, সেই প্লেয়ারটিকে আজ বার্সার কাছ থেকে কিনতে হলে কম করে ২৫ কোটি ইউরো নগদ ধরতে হবে৷
অবশ্য দিলেও মেসিকে যে পাওয়া যাবে, এমন কোনো কথা নেই৷ বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি ২০১৬ সাল অবধি৷ কিন্তু মেসি এই সোমবারেই আবার বলেছেন যে, তিনি তাঁর পেশাদারি খেলোয়াড় জীবন বার্সাতেই শেষ করতে আগ্রহী৷ বার্সার প্রতি তাঁর ভালোবাসা, তাঁর কৃতজ্ঞতার কারণ বোঝাতে গিয়ে মেসি সেই সুদূর ২০০০ সালের কথা স্মরণ করেন, যখন বার্সা তাঁর মতো একটা রোগা-পটকা ১৩ বছরের কিশোরকে তাদের যুব অ্যাকাডেমিতে স্থান দিয়েছিল৷
এসি / এসবি (রয়টার্স)