1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুয়ারেজ বিশ্বসেরা!

২৬ ডিসেম্বর ২০১৩

সম্ভাব্য ফিফা বর্ষসেরা ফুটবলারের তালিকায় তাঁর নাম নেই৷ তবু ইংল্যান্ড দলের অধিনায়ক স্টিভেন জেরার্ড মনে করেন, লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালডো বিশ্বসেরা নন, বিশ্বসেরা ফুটবলার এখন লুইস সুয়ারেজ৷

https://p.dw.com/p/1AgmK
Fußball - Luis Suarez
লুই সুয়ারেজছবি: Reuters

ইংলিশ প্রিমিয়ার লিগে অসাধারণ খেলছেন উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেজ৷ লিভারপুলের হয়ে ১২ ম্যাচে ১৯ গোল করে এখন লিগের সর্বোচ্চ স্কোরারদের তালিকার সবচেয়ে ওপরে জায়গা করে নিয়েছেন তিনি৷ দ্বিতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা আগুয়েরো৷ কিন্তু গোলবন্যায় প্রতিপক্ষকে ভাসানোয় ম্যারাডোনার সাবেক মেয়ে জামাই সুয়ারেজের চেয়ে অনেক পিছিয়ে৷ সুয়ারেজের গোল ১৯টি, আগুয়েরোর মাত্র ১৩টি৷ এভাবে আগুয়েরোসহ ইংলিশ প্রিমিয়ার লিগের সব খেলোয়াড়কে পিছনে ফেলে নিজের দল লিভারপুলকেও পয়েন্ট তালিকার শীর্ষে তুলে দিয়েছেন সুয়ারেজ৷ পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে আগুয়েরোর দল ম্যানচেস্টার সিটি৷ বৃহস্পতিবারই লিভারপুলের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি৷

এ ম্যাচে লিভারপুলের মূল ভরসা নিঃসন্দেহে সুয়ারেজ৷ লিভারপুলে তাঁর সতীর্থ স্টিভেন জেরার্ডের ভরসা এতটাই যে কারো কারো কাছে তা হয়তো বাড়াবাড়িই মনে হবে৷ এ মুহূর্তে সুয়ারেজকেই বিশ্বের সেরা মনে করছেন জেরার্ড৷ এমন মনে করার কারণ জানাতে গিয়ে স্কাই স্পোর্টস চ্যানেলকে জেরার্ড বলেছেন, ‘‘মেসি এ মুহূর্তে ইনজুরির জন্য খেলছে না৷ রোনালডোও সম্প্রতি চোট পেয়েছে৷ ফলে এখন সেরা স্ট্রাইকার নিঃসন্দেহে সুয়ারেজ৷ প্রতি ম্যাচে গোল করে শ্রেষ্ঠত্বের প্রমাণ নিয়মিতই ও দিয়ে যাচ্ছে৷''

Fussball Frankreich England UEFA EURO 2012
ইংল্যান্ড দলের অধিনায়ক স্টিভেন জেরার্ডছবি: Getty Images

ম্যাচে একটা করে গোল করলেও আজকাল যেন চলে না সুয়ারেজের৷ কয়েকদিন আগে লিভারপুলের ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচ ম্যাচে দু্টি করে গোল করার রেকর্ড গড়েছেন৷ সুয়ারেজ এখন ছুটছেন এক মৌসুমে ৩৫ গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ার দিকে৷ মৌসুমের শুরুতে ১০টি ম্যাচে মাঠের বাইরে থাকতে না হলে রেকর্ডের খুব কাছাকাছি এতদিনে নিশ্চয়ই চলে যেতেন৷ কিন্তু গত মৌসুমে মাঠে মেজাজ হারিয়ে চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচের হাত কামড়ে দিয়েছিলেন৷ তাই ১০ ম্যাচের বহিষ্কারাদেশ দেয়া হয় তাঁর বিরুদ্ধে৷ সেই শাস্তিপর্ব শেষে এখন প্রতিপক্ষকে শাস্তি দিয়ে চলেছেন ২৭ বছর বয়সি সুয়ারেজ৷

ম্যানচেস্টার সিটির মাঠ অ্যানফিল্ডে বৃহস্পতিবার কী হবে? নিজেদের মাঠে ইদানীং গড়ে কমপক্ষে চারটি করে গোল করা ম্যানসিটিই জিতবে? জিতলে লিভারপুলকে পেছনে ফেলে শীর্ষ উঠে যাবে তাঁরা৷ আর যদি সুয়ারেজ আবার জ্বলে ওঠেন তাহলে নিজের মাঠে অনেক দিন পর ম্যান সিটি পেতে পারে পরাজয়ের তিক্ত স্বাদ৷ সেক্ষেত্রে লিভারপুলের শীর্ষস্থান আরো পাকা তো হবেই, সঙ্গে সুয়ারেজকে এ মুহূর্তের বিশ্বসেরা স্বীকৃতি দেয়া লোকও নিশ্চয়ই বাড়বে৷

এসিবি/জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য