1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোনালিসা কি তবে পুরুষ!

১২ ফেব্রুয়ারি ২০১১

লিওনার্দো দা ভিঞ্চি’র মোনালিসাকে নিয়ে এবার কথা বলেছেন ইটালির গবেষকরা৷ তাঁরা বলতে চাইছেন, মোনালিসা শিল্পকর্মটির মডেল আসলে কোনো নারী ছিলেন না, ছিলেন পুরুষ৷

https://p.dw.com/p/10GAX
লিওনার্দো দা ভিঞ্চি’র মোনালিসা

রহস্যময় সেই অজানা হাসির জন্য আজও বিশ্বজুড়ে পরিচিত মোনালিসা৷ তবে গবেষকরা এবার বলতে চাইছেন – এই ছবিটির মধ্য দিয়ে ইটালির শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি সরাসরি কোনো নারীকে নয়, বরং কোনো পুরুষের কাল্পনিক নারী অবয়বকে ফুটিয়ে তুলেছেন৷

শিল্পকর্মের রহস্য উদ্ঘাটনে বিশেষজ্ঞ ইটালির এমন কয়েকজন গবেষক সম্প্রতি বলেছেন, ভিঞ্চির এই ছবিটির মডেল আসলে কে ছিলেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলে আসছে৷ এবার তাঁরা সেই রহস্যের উদ্ঘাটন করলেন৷ ‘দ্য ইটালিয়ান ন্যাশনাল কমিটি ফর কালচারাল হেরিটেজ'এর সভাপতি সিলভানো ভিনচেটি বলেছেন, ফ্লোরেন্স শহরে জন্ম নেওয়া এই শিল্পী হয়তো নিজের আদলেই সৃষ্টি করেছিলেন মোনালিসাকে৷ কিংবা তাঁর ‘প্রেমিক' বলে যাকে মনে করা হয়, সেই জান জোকোমো ওরফে ‘সালাই' হয়ত ছিলেন এই ছবিটির অন্তরালে৷ তবে তাঁর এই মন্তব্যকে সঙ্গে সঙ্গেই নাকচ করে দিয়েছেন প্যারিসের লুভ্র জাদুঘরের বিশেষজ্ঞরা৷ সেখানেই রয়েছে বিশ্বনন্দিত এই চিত্রকর্মটি৷

সালাই ছিলেন একজন তরুণ শিল্পী, যিনি ভিঞ্চির সঙ্গে পঁচিশ বছর একসঙ্গে কাজ করেছিলেন৷ এবং ভিঞ্চির বিভিন্ন ছবির মডেল হিসেবে যাকে চিন্তা করা হয়৷ ভিনচেটির মতে, তাঁদের মধ্যে অন্য ধরণের কোনো সম্পর্ক ছিলো৷ সম্ভবত তাঁরা একে অপরকে ভালোবাসতেন৷ তিনি বলেন, সালাই'কে মডেল হিসেবে চিন্তা করে ভিঞ্চি আরও কয়েকটি ছবি এঁকেছিলেন৷ আর সেইসব ছবিতে নাক, মুখের যে আদল দেখা যাচ্ছে, তার সঙ্গে মোনালিসার মিল রয়েছে৷

তিনি মনে করেন, ভিঞ্চি হয়তো ইচ্ছে করেই তাঁর ছবির মডেলের পরিচয় গোপন করেছিলেন৷ ইটালির গবেষকরা আরও দাবি করেন, তাঁরা মোনালিসার চোখের মধ্যে অতি ক্ষুদ্র করে লেখা ‘এল' এবং ‘এস' অক্ষরদুটো খুঁজে পেয়েছেন৷ ছবিটির উচ্চমানের ডিজিটাল কপির নিকট পর্যবেক্ষণে দেখা গেছে, সেখানে এল অক্ষরটি লিওনার্দোর জন্য এবং এস অক্ষরটি সালাই এর জন্য৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন